প্রকাশিত বাক্যে অর্থাৎ প্রত্যাদেশ পুস্তকে প্রভু যীশুর ঈশ্বরত্ত্বের প্রমাণ
ভূমিকা : প্রকাশিত বাক্যে প্রভু যীশুর অনেক মহিমা ও সত্য প্রকাশিত হয়েছে যা তাঁর ঈশ্বরত্ত্বকে প্রমাণ করে । আসুন আমরা তা সংক্ষেপে আলোচনা করি ।
প্রথমতঃ কে পাপ ক্ষমা করতে পারে ? একমাত্র ঈশ্বর । প্রভু যীশু সেই কাজ করেছেন ।
মৃতগণের মধ্যে ‘‘প্রথমজাত” ও ‘‘পৃথিবীর রাজাদের কর্তা,” সেই যীশু খ্রীষ্ট হইতে, অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক। যিনি আমাদিগকে প্রেম করেন, ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন,
প্রকাশিত বাক্য 1:5 ROVUআরও তুলনা করুণ মার্ক ২:১-১১ পদ
দ্বিতীয়তঃ মেঘরথে যার আগমন সেই ঈশ্বর:
দেখ, তিনি ‘‘মেঘ সহকারে আসিতেছেন,” আর প্রত্যেক চক্ষু তাঁহাকে দেখিবে, এবং ‘‘যাহারা তাঁহাকে বিদ্ধ করিয়াছিল, তাহারাও দেখিবে;” আর পৃথিবীর ‘‘সমস্ত বংশ তাঁহার জন্য বিলাপ” করিবে। হাঁ, আমেন।
প্রকাশিত বাক্য 1:7 ROVU
তুলনা করতে দানিয়েল ৭:১৩ পদ দেখুন ।
তৃতীয়ত: প্রভু যীশু আলফা ও ওমেগা অর্থাৎ তিনিই প্রথম ও শেষ যা তাঁর ঈশ্বরত্ত্বের দাবী ।
আমি আল্ফা এবং ওমিগা, আদি এবং অন্ত, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন ও যিনি ছিলেন, ও যিনি আসিতেছেন, যিনি সর্বশক্তিমান।
প্রকাশিত বাক্য 1:8 ROVU
চতুর্থতঃ ঈশ্বরই আরাধনা পাবার যোগ্য যা প্রভু যীশু পেয়েছেন ।
তিনি যখন পুস্তকখানি গ্রহণ করেন, তখন ঐ চারি প্রাণী ও চব্বিশ জন প্রাচীন মেষশাবকের সাক্ষাতে প্রণিপাত করিলেন; তাঁহাদের প্রত্যেকের কাছে একটি বীণা ও সুগন্ধি ধূপে পরিপূর্ণ স্বর্ণময় বাটি ছিল; সেই ধূপ পবিত্রগণের প্রার্থনাস্বরূপ।
প্রকাশিত বাক্য 5:8 ROVU
পরে স্বর্গে ও পৃথিবীতে ও পৃথিবীর নিচে ও সমুদ্রের উপরে যে সকল সৃষ্ট বস্তু, এবং এই সকলের মধ্যে যাহা কিছু আছে, সমস্তেরই এই বাণী শুনিলাম, ‘যিনি সিংহাসনে বসিয়া আছেন, তাঁহার প্রতি ও মেষশাবকের প্রতি ধন্যবাদ ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব যুগপর্যায়ের যুগে যুগে বর্তুক।’ আর সেই চারি প্রাণী কহিলেন, আমেন। আর সেই প্রাচীনেরা প্রণিপাত করিয়া ভজনা করিলেন।
প্রকাশিত বাক্য 5:13-14 ROVU
ইহার পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না; তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষ শাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে; তাহারা শুক্লবস্ত্র পরিহিত, ও তাহাদের হস্তে খর্জুর-পত্র; এবং তাহারা উচ্চ রবে চিৎকার করিয়া কহিতেছে, ‘পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন, এবং মেষশাবকের দান।’
প্রকাশিত বাক্য 7:9-10 ROVU
পঞ্চমতঃ পিতা ঈশ্বর যেমন মন্দির স্বরূপ পুত্র যীশুও একই মন্দির স্বরূপ:
আর আমি নগরের মধ্যে কোন মন্দির দেখিলাম না; কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষশাবক স্বয়ং তাহার মন্দিরস্বরূপ। “আর সেই নগরে দীপ্তিদানার্থে সূর্যের বা চন্দ্রের কিছু প্রয়োজন নাই; কারণ ঈশ্বরের প্রতাপ তাহা আলোকময় করে, এবং মেষশাবক তাহার প্রদীপস্বরূপ।
প্রকাশিত বাক্য 21:22-23 ROVU
ষষ্ঠতঃ প্রকাশিত বাক্যে খ্রীষ্টের শেষ ঈশ্বরত্ত্বের দাবী:
"আমি আল্ফা এবং ওমিগা, প্রথম ও শেষ,” আদি এবং অন্ত।"
প্রকাশিত বাক্য 22:13 ROVU
উপসংহার: আমরা আজকে প্রকাশিত বাক্যের বিভিন্ন পদের উপস্থিতি দিয়ে প্রমাণ করেছি প্রভু যীশুর ঈশ্বরত্ত্ব প্রকাশিত বাক্যে প্রথম থেকে শেষ অধ্যায়ে প্রতিষ্ঠিত । যারা এখনও সম্পূর্ণ প্রকাশিত বাক্য পড়েননি তারা সত্যিই অনেক আশীর্বাদ থেকে বঞ্চিত । কারণ এই পুস্তকে লেখা আছে ,
"ধন্য সে, যে এই ভাববাণীর বাক্য সকল উচ্চৈঃস্বরে পাঠ করে, ও ধন্য তাহারা, যাহারা শ্রবণ করে, এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে; কেননা কাল সন্নিকট।"
(প্রকাশিত বাক্য 1:3 ROVU)
সেইজন্য সত্য জানুন ও সেই সত্য অনুসারে জীবন গঠন করুণ।।
ঈশ্বর সবাইকে এই সত্য অনুধাবন করার শক্তি দান করুন ।।
আমেন।।
Comments
Post a Comment