চোরে যখন দান -খয়রাতের কথা বলে

ভূমিকা : দানের নামে অনেকে অনেক সময় অনেক নীতি বাক্য বলে, যখন তাদের মনে চুরির ধান্দা থাকে। এ রকমই একটি ঘটনা যা আমার মনকে খুবই আকর্ষণ করেছে যার জন্য কলম ধরতে বসলাম।
আসুন দেখি ঘটনাটি:
প্রভু যীশু শিষ্য এই ঘটনাটি আমাদের জন্য পবিত্র আত্মা দ্বারা রেকর্ড করেছেন :
প্রভু যীশুর মৃত্যুর কিছুদিন পূর্বে বৈথনিয়াতে সম্ভবত লাসারের বাড়ীতে যাকে প্রভু যীশু মৃত্যু থেকে জীবিত করেছিলেন তাঁর বাড়ীতে আসিলেন তখনকার ঘটনা । এই প্রসঙ্গে পবিত্র বাইবেল বলে ,
"পরে নিস্তারপর্বের ছয় দিন পূর্বে যীশু বৈথনিয়াতে আসিলেন; সেখানে সেই লাসার ছিলেন, যাঁহাকে যীশু মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছিলেন। তাহাতে সেই স্থানে তাঁহার নিমিত্ত ভোজ প্রস্তুত করা হইল, ও মার্থা পরিচর্যা করিলেন, এবং যাহারা তাঁহার সঙ্গে ভোজনে বসিয়াছিল, লাসার তাহাদের মধ্যে একজন ছিলেন।"
"তখন মরিয়ম অর্ধ সের বহুমূল্য জটামাংসীর আতর আনিয়া যীশু চরণে মাখাইয়া দিলেন, এবং আপন কেশ দ্বারা তাঁহার চরণ মুছাইয়া দিলেন; তাহাতে আতরের সুগন্ধে গৃহ পরিপূর্ণ হইল।"
এই ঘটনা দেখে প্রভু যীশুর Treasurer বা কোষাধ্যক্ষ শিষ্যের মাথা খারাপ হয়ে যায় । তিনি মনে করতে ছিলেন মরিয়ম অত্যন্ত গহির্ত কাজ করতে ছিলেন। তিনি sermon দিতে ছিলেন এই অর্থ বা টাকা গুলো জলে যাচ্ছে । তাঁর প্রশ্ন ছিল কেন এই অর্থ গরিবদের দেওয়া গেল না ?
আসুন দেখি এ প্রসঙ্গে প্রভু যীশুর শিষ্য ঈষ্করিয়োতীয় যিহূদা কি বলেন
"কিন্তু ঈষ্করিয়োতীয় যিহূদা, তাঁহার শিষ্যদের মধ্যে একজন, যে তাঁহাকে শত্রুহস্তে সমর্পণ করিবে, সে কহিল, এই আতর তিনশত সিকিতে বিক্রয় করিয়া কেন দরিদ্রদিগকে দেওয়া গেল না?"
পরে তার মনোভাব সম্পর্কে তাঁর সতীর্থ শিষ্য যোহন তার অন্তরের যে চুরি করার মনোভাবের কথা আমাদের জন্য একটি Statement দেয় । তিনি বলেন ,
"সে যে দরিদ্র লোকদের জন্য চিন্তা করিত বলিয়া এই কথা কহিল, তাহা নয়; কিন্তু কারণ এই, সে চোর, আর তাহার নিকটে টাকার থলি থাকাতে তাহার মধ্যে যাহা রাখা যাইত, তাহা হরণ করিত। "
কিন্তু প্রভু যীশু এ ঘটনার অর্থাৎ লাসারের বোন মরিয়মের ঘটনাটি একটি অতুলনীয় ঘটনার সাথে তুলনা করে তাৎপর্য ব্যাখ্যা করলেন । প্রভু যীশু বললেন ,
" আমার সমাধি-দিনের জন্য ইহাকে উহা রাখিতে দেও। কেননা তোমাদের কাছে দরিদ্রেরা সর্বদাই আছে, কিন্তু আমাকে সর্বদা পাইতেছ না।"
(যোহন ১২:১-৮)
প্রয়োগ : গতকাল কিছু লোকের একুশে ফেব্রুয়ারী উপলক্ষে ফুল দানের কর্ম সূচির কথাকে মনে করেছে বৃথা মালা দান। অনেকে বলেছে ফুল দানের অর্থ দিয়ে অনেক মানুষকে সাহায্য করা যেত। আমার কাছে তাদের এই concern দেখে শুধু হতবাকই করেননি, আমাকে অনেক দুঃখিত করেছে তাদের বাংলা ভাষার শহীদদের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশের জন্য । সত্যিকার অর্থে গরীররা আমাদের পাশে সবসময়ই থাকবে কিন্তু যাদের বিনিময়ে বাংলা ভাষা পেয়েছি তাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি টাকা দিয়ে তুলনা করা যাবে না।
পবিত্র বাইবেল আমাদের স্মরণ করিয়ে দেয়,যার যা প্রাপ্ত তাকে তা দাও। যেমনটি প্রেরিত পৌল স্মরণ করিয়ে দিয়েছেন ,
"যাহার যাহা প্রাপ্য, তাহাকে তাহা দেও। যাঁহাকে কর দিতে হয়, কর দেও; যাঁহাকে শুল্ক দিতে হয়, শুল্ক দেও; যাঁহাকে ভয় করিতে হয়, ভয় কর; যাঁহাকে সমাদর করিতে হয়, সমাদর কর।"
(রোমীয় ১৩:৭ )
উপসংহার: আজকে আমাদের সমাজে অনেক ঈষ্করিয়োতীয় যিহূদা আছে যারা যার যেটা প্রাপ্তকে দিতে অস্বীকার করে। আপনি কি তাদের দলে ? নাকি যার যেটা প্রাপ্ত তাকে তা দিতে বদ্ধপরিকর ?
ঈশ্বর প্রদত্ত শিক্ষা অনুসারে ধার্মিকতার পথে পরিচালনা করুণ।
আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
When-a-thief-talks-about-donations-charity

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া