এদন বাগান কোথায় ছিল ? স্বর্গে না পৃথিবীতে ? আমাদের ভবিষ্যত আবাস স্হলের নিশ্চয়তা আছে কি ?
এদন বাগান কোথায় ছিল ? স্বর্গে না পৃথিবীতে ? আমাদের ভবিষ্যত আবাস স্হলের নিশ্চয়তা আছে কি ?
🌏🔮🛑🌏🔮🛑🌏🔮🛑🌏🔮🛑🌏🔮🛑🌏🔮🛑🌏🔮🛑🌏🔮🛑🌏🔮🛑🌏
উত্তর: পবিত্র বাইবেল আমাদের নিশ্চিত করে বলে পৃথিবীতেই এদন বাগান ছিলো। ঈশ্বর মানুষকে মাটি থেকে সৃষ্টি করার পরে পৃথিবীর "এদন" নামে একটি নির্দিষ্ট স্হানে রাখেন যা এদন বাগান নামে পরিচিত । ঈশ্বরের বাক্য এ সম্পর্কে বলে ,
"আর সদাপ্রভু ঈশ্বর পূর্বদিকে, এদনে, এক উদ্যান প্রস্তুত করিলেন, এবং সেই স্থানে আপনার নির্মিত ঐ মনুষ্যকে রাখিলেন।"
(আদিপুস্তক ২:৮ ROVU)।
এদন বাগান সম্পর্কে পবিত্র বাইবেলের বর্ণনা:
"আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য ও সুখাদ্যদায়ক-বৃক্ষ, এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবনবৃক্ষ ও সদসদ্-জ্ঞানদায়ক, বৃক্ষ উৎপন্ন করিলেন। আর উদ্যানে জলসেচনার্থে এদন হইতে এক নদী নির্গত হইল, উহা তথা হইতে বিভিন্ন হইয়া চতুর্মুখ হইল। প্রথম নদীর নাম পীশোন; ইহা সমস্ত হবীলা দেশ বেষ্টন করে, তথায় স্বর্ণ পাওয়া যায়, আর সেই দেশের স্বর্ণ উত্তম, এবং সেই স্থানে গুগ্গুলু ও গোমেদকমণি জন্মে। দ্বিতীয় নদীর নাম গীহোন; ইহা সমস্ত কূশ দেশ বেষ্টন করে। তৃতীয় নদীর নাম হিদ্দেকল, ইহা অশূরিয়া দেশের সম্মুখ দিয়া প্রবাহিত হয়। চতুর্থ নদীর নাম ফরাৎ।"
(আদিপুস্তক 2:9-14 ROVU)
পরবর্তীতে আমাদের আদি পিতা-মাতার পাপের কারণে আদম-হবাকে সেই এদন বাগান থেকে বের করে দেওয়া হয় (আদি ৩:২৩)
কিন্তু পরে এদনের অবস্থান সম্পর্কে পবিত্র বাইবেলে যে Reference পাওয়া যায় তা এই রকম :
"পরে কয়িন সদাপ্রভুর সাক্ষাৎ হইতে প্রস্থান করিয়া এদনের পূর্বদিকে নোদ দেশে বাস করিল।"
উপরোক্ত আলোচনার দ্বারা স্পষ্ট ভাবে প্রতীয়মান হয় যে , ভৌগলিক ভাবে এদন বাগানের অবস্থান পৃথিবীতেই ছিল। কিন্তু বর্তমান এর অবস্থান সম্পর্কে ঈশ্বর ছাড়া কেউ জানে না। তবে এটা আন্দাজ করা যায়, ঈশ্বর তাঁর নিজ সার্বভৌমত্বের অধীনে রেখেছেন যেন মানুষ তাতে প্রবেশ করতে পারে ।
ঈশ্বরের বাক্য এই কথা বলে ,
"এইরূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন, এবং জীবনবৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদনস্থ উদ্যানের পূর্বদিকে করূবগণকে ও ঘূর্ণায়মান তেজোময় খড়্গ রাখিলেন।
(আদিপুস্তক 3:24 ROVU)
🌏🛑🔮🌏🛑🔮🌏🛑🔮🌏🛑🔮🌏🛑
এখন প্রশ্ন হচ্ছে, আদি পিতা আদমের যে আশীর্বাদ মানব জাতির জন্য ছিল তা কি ভাবে পুনরুদ্ধার করা হয়েছে?
🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑🛑
ঈশ্বর আদম-হবার পাপের কারণে এদন বাগান থেকে বের করে দেবার সময় পশু কোরবানী দিয়ে তা থেকে চামড়ার পোশাক পরিধান করিয়ে সেখান থেকে বের করে দিয়েছিলেন যেন শেষ বলিদান যা শেষ আদম প্রভু যীশুর প্রায়শ্চিত্ব বলিদানের মধ্য দিয়ে পাপী মানুষকে ধার্মিকতার বস্ত্র পরিধানের ব্যবস্থা করেন। যারা এই ঈশ্বর প্রদত্ত বলিদানে বিশ্বাস ও গ্রহণ করে তাদের সেই হারান বাগানে অর্থাৎ আগত পরম দেশে যাওয়ার অধিকারসহ নতুন আকাশ ও নতুন পৃথিবীতে ঈশ্বরের (পিতা, পুত্র ও পবিত্র আত্মার) সাথে বসবাস করার গৌরবময় অধিকার দেন ।(প্রকাশিত বাক্য ২২:১-৭)।
এখন এক মাত্র স্বর্গীয় ব্যক্তি প্রভু যীশুর কৃত ক্রুশে কার্য দ্বারাই পাপী মানুষ সেই স্বর্গীয় ব্যক্তির তুল্য হয় । ঈশ্বরের বাক্য এই কথা বলে ,
"আর আমরা যেমন সেই মৃন্ময়ের প্রতিমূর্তি ধারণ করিয়াছি, তেমনি সেই স্বর্গীয় ব্যক্তির প্রতিমূর্তিও ধারণ করিব।"
(১ করিন্থীয় 15:49 ROVU)
ঐ নতুন আকাশ ও পৃথিবীতে কারা প্রবেশ করবে ?
🌏🛑🔮🌏🛑🔮🌏🛑🔮🌏🛑🔮
ঈশ্বর পাপী মানুষের প্রতি সর্বোচচ ভালবাসা দেখিয়েছেন তাঁর পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়ে যেন নতুন আকাশ ও পৃথিবীতে বসবাস করতে পারেন । পবিত্র বাইবেল ঈশ্বরের ভালবাসা সম্পর্কে এই বচন দান করে ,
"কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাঁহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন; কারণ আমরা যখন পাপী ছিলাম, তখনও খ্রীষ্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। সুতরাং সমপ্রতি তাঁহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চিত যে, তাঁহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব।"
(রোমীয় 5:8-9 ROVU)।
যারা সত্যিই প্রভু যীশুর রক্তে ধার্মিক গণিত হয় তারাই সেই অধিকার পায় । তারাই সেই পবিত্র আবাসে প্রবেশ করবে যারা মেষশাবকের পুস্তকে নাম লিখিয়েছেন । সেই পবিত্র জনেরা মেষশাবকের রক্ত দ্বারা ( যিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্ট ) ধৌত হয়েছে তারাই সেই নতুন আকাশ ও পৃথিবীতে প্রবেশ করবে বাকীরা সবাই অগ্নি হ্রদে প্রবেশ করবে ।
প্রভুর বাণী এই কথা বলে ,
" আর অপবিত্র কিছু অথবা ঘৃণ্যকর্মকারী ও মিথ্যাচারী কেহ কখনও তাহাতে প্রবেশ করিতে পারিবে না; কেবল মেষশাবকের জীবন-পুস্তকে যাহাদের নাম লিখিত আছে, তাহারাই প্রবেশ করিবে।" (প্রকাশিত বাক্য 21:27 ROVU)
ঈশ্বরের বাক্য এ সম্পর্কে আমাদের জানায়,
"আর তাঁহারা এক নূতন গীত গান করেন, বলেন, ‘তুমি ঐ পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য; কেননা তুমি হত হইয়াছ, এবং আপনার রক্ত দ্বারা সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোকদিগকে ক্রয় করিয়াছ;"
(প্রকাশিত বাক্য 5:9 ROVU)
উপসংহারে বলব , এখন আপনার কাছে শেষ প্রশ্ন , আপনি কি মেষ শাবকের রক্তে ধৌত হয়ে আপনার নাম জীবন পুস্তকে লিখিয়েছেন ?
যারা প্রভু যীশুর প্রায়শ্চিত্বকে অস্বীকার করে তারা পবিত্র বাইবেলের দৃষিতে ঘৃণ্য কর্মকারী ও মিথ্যাবাদী কারণ তারা ঈশ্বর প্রদত্ত পরিত্রাণ পথকে অস্বীকার করে ও নিজ ধার্মিকতা প্রতিষ্ঠা করতে বদ্ধ পরিকর।
কিন্তু প্রিয় পাঠক ঈশ্বর আজকে আপনাকে সুযোগ দিচ্ছেন যেন আপনি ঈশ্বর প্রদত্ত সেই ধার্মিকতাকে গ্রহণ করতে পারেন যা তাঁর একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু যিনি সেই মেষশাবক যাঁর মধ্য দিয়ে তা সম্পন্ন করেছেন ।
সেইদিন আদম-হবাকে এদন বাগান থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু ঈশ্বর শেষ আদম প্রভু যীশু দ্বারা পুনরায় তাঁর প্রতিশ্রুত আবাসে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন । তাই আসুন প্রভু যীশু যিনি মেষশাবক তাঁর রক্তে ধৌত হয়ে তাঁর আবাসে থাকার জন্য তাঁরই অনুগ্রহে তাঁর প্রদত্ত মনপরিবর্তনের দানে সিক্ত হয়ে তাঁকেই নিজের প্রভু ও পরিত্রাতা হিসাবে বিশ্বাস করে তাঁর আশ্রয়ে প্রবেশ করি।।
আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Comments
Post a Comment