যীশু খ্রীষ্ট কি আপনাকে জানেন ?
📖সদাপ্রভু মঙ্গলস্বরূপ, সঙ্কটের দিনে তিনি দুর্গ; আর যাহারা তাঁহার শরণ লয়, তিনি তাহাদিগকে জানেন।
(নহূম 1:7 ROVU)
👨👩👦👦আমরা কি সদাপ্রভুকে জানি?
হ্যাঁ, জানি। তিঁনি দয়ার সাগর, তিঁনি করুণাময়, তিঁনি ক্রোধে ধীর এবং দয়াতে মহান, তাঁর করুণা অসীম, তিঁনি আমাদের সকল অপরাধ ক্ষমা করে দেন। তাঁর আর এক নাম প্রেম। তাঁর প্রেমের তুলনা হয়না, ইত্যাদি ইত্যাদি....।
আমরা সকলেই সদাপ্রভুর এই রূপের সাথে খুব বেশি পরিচিত। আর তার পরিণাম স্বরূপ আমরা ঈশ্বর কে খুব হাল্কা ভাবে নিই। আজ আমরা
নহূম ভাববাদীর মুখে শুনবো আমাদের সদাপ্রভুর আর একটি রূপের কথা।
📖"সদাপ্রভু এমন ঈশ্বর যিনি তাঁর পাওনা ভক্তি চান ও প্রতিফল দেন; সদাপ্রভু প্রতিশোধ নেন ও তিনি ক্রোধে পরিপূর্ণ। সদাপ্রভু তাঁর বিপক্ষদের উপরে প্রতিশোধ নেন এবং তাঁর শত্রুদের জন্য তাঁর ক্রোধ জমা করে রাখেন। সদাপ্রভু সহজে অসন্তুষ্ট হন না এবং তিনি শক্তিতে মহান; দোষীকে তিনি শাস্তি না দিয়ে ছেড়ে দেন না। তাঁর পথ ঘূর্ণিবাতাস ও ঝড়ের মধ্যে থাকে, আর মেঘ হল তাঁর পায়ের ধুলা। তিনি সমুদ্রকে ধমক দিয়ে শুকিয়ে ফেলেন; সমস্ত নদীগুলোকে তিনি জলশূন্য করে দেন। বাশন আর কর্মিল শুকিয়ে যায় আর লেবাননের সব ফুল ম্লান হয়ে যায়। বড় বড় পাহাড় তাঁর সামনে কাঁপে আর ছোট ছোট পাহাড়গুলো গলে যায়। তাঁর উপস্থিতিতে পৃথিবী ও তার মধ্যে বাসকারী সকলে কাঁপে। তাঁর অসন্তোষের সামনে কে টিকে থাকতে পারে? কে সহ্য করতে পারে তাঁর ভয়ংকর ক্রোধ? তাঁর ক্রোধ আগুনের মত জ্বলে; তাঁর সামনে বড় বড় পাথর টুকরা টুকরা হয়ে যায়।" (নহূম 1:2-6 )।
📖✒️সফনিয় ভাববাদী কি লিখেছেন দেখুনঃ- "সদাপ্রভু বলছেন, “আমি পৃথিবীর বুক থেকে সব কিছুই শেষ করে দেব। মানুষ ও পশু, আকাশের পাখী ও সাগরের মাছ আমি শেষ করে দেব। আমি দুষ্টদের পতন ঘটাব। পৃথিবীর উপর থেকে আমি মানুষকে ধ্বংস করে দেব। “যিহূদার বিরুদ্ধে এবং যিরূশালেমে বাসকারী সকলের বিরুদ্ধে আমি আমার হাত উঠাব। আমি এই দেশ থেকে বাল দেবতার পূজার সমস্ত কিছু এবং প্রতিমা পূজাকারী নানান পদের পুরোহিতদের শেষ করে ফেলব। যারা আকাশের সব তারাগুলোর পূজা করবার জন্য ছাদের উপরে উঠে প্রণাম করে এবং যারা সদাপ্রভুর উদ্দেশে প্রণাম করে শপথ করবার পরে মিল্কম দেবতার নামেও শপথ করে তাদের আমি ধ্বংস করে ফেলব। যারা সদাপ্রভুর পিছনে চলা থেকে ফিরে গেছে এবং তাঁর ইচ্ছামত চলে না ও তাঁর ইচ্ছা জানতেও চায় না তাদের আমি শেষ করে দেব।”(সফনিয় 1:2-6 )
📖🔊সদাপ্রভুর সেই মহা দিন কাছে এসে গেছে এবং তাড়াতাড়ি আসছে। ঐ শোন, সদাপ্রভুর দিনের শব্দ! তখন যোদ্ধারা যন্ত্রণায় চিৎকার করবে। সেই দিনটা হবে ক্রোধের দিন, দারুণ দুর্দশা ও মনের কষ্টের দিন, বিপদ ও ধ্বংসের দিন, গাঢ় অন্ধকারের দিন, মেঘ ও ঘন কালোর দিন। সেটা হবে দেয়াল-ঘেরা সব শহরের বিরুদ্ধে ও কোণের সব উঁচু পাহারা-ঘরের বিরুদ্ধে শিংগার আওয়াজ ও যুদ্ধের হাঁকের দিন। লোকদের উপরে সদাপ্রভু দারুণ কষ্ট আনবেন যার জন্য তারা অন্ধ লোকদের মত হাঁটবে, কারণ সদাপ্রভুর বিরুদ্ধে তারা পাপ করেছে। তাদের রক্ত ধুলার মত ফেলে দেওয়া হবে ও তাদের দেহ গোবরের মত পড়ে থাকবে। সদাপ্রভুর ক্রোধের দিনে তাদের সোনা-রূপাও তাদের রক্ষা করতে পারবে না। তাঁর অন্তরের জ্বালার আগুনে সমস্ত জগৎ পুড়ে যাবে, কারণ পৃথিবীতে বাসকারী সকলকে তিনি হঠাৎ শেষ করে দেবেন, হ্যাঁ, ভীষণভাবে শেষ করে দেবেন।(সফনিয় 1:14-18 )
হে লজ্জাহীন জাতি, তোমরা একত্র হও, একসংগে জড়ো হও। সেই দিন তুষের মত উড়ে আসছে; সেইজন্য নির্দিষ্ট সময় আসবার আগে, সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ তোমাদের উপরে আসবার আগে, তাঁর ভীষণ অসন্তোষ তোমাদের উপরে পড়বার আগে তোমরা একসংগে জড়ো হও। হে দেশের সব নম্র লোকেরা, তোমরা যারা সদাপ্রভুর আদেশমত কাজ কর, তোমরা তাঁর ইচ্ছামত ন্যায়ভাবে ও নম্রভাবে চল; তাহলে সদাপ্রভুর ক্রোধের দিনে হয়তো তোমরা আশ্রয় পাবে।(সফনিয় 2:1-3 )
এই জন্য সদাপ্রভু কহেন, তোমরা সেই দিন পর্যন্ত আমার অপেক্ষায় থাক, যে দিন আমি হরণ করিতে উঠিব; কেননা আমার বিচার এই; আমি জাতিগণকে সংগ্রহ করিয়া ও রাজ্য সকল একত্র করিয়া তাহাদের উপরে আমার ক্রোধ, আমার সমস্ত কোপাগ্নি ঢালিয়া দিব; বস্তুতঃ আমার অন্তর্জ্বালার তাপে সমস্ত পৃথিবী অগ্নিভক্ষিত হইবে।(সফনিয় 3:8)।
পিতা ঈশ্বরের ক্রোধ, সমস্ত কোপাগ্নি ঢেলে দেবেন; বস্তুতঃ পিতার অন্তর্জ্বালার তাপে সমস্ত পৃথিবী অগ্নিভক্ষিত হইবে। এর ফলে কি হবে এই পৃথিবীতে যার ভয়ানক বর্ণনা সাধু যোহনের প্রকাশিত বাক্যে 6, 7, 8 & 9 অধ্যায়ে আমরা দেখতে পাই। 🙏দয়া করে আর একবার একটু দেখে নেবেন উক্ত অধ্যায় গুলি।
কিন্তু এই ভয়ানক পরিস্থিতির মধ্যেও আপনার জন্য একটি সুসংবাদ আছে যদি আপনি তাঁর শরণ নেন। কেননা ঈশ্বরের বাক্য বলছে, "সদাপ্রভু মঙ্গলস্বরূপ, সঙ্কটের দিনে তিনি দুর্গ; আর যাহারা তাঁহার শরণ লয়, তিনি তাহাদিগকে জানেন"।
📖"কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হউক, তিনি আমাদের প্রভু যীশু খ্রীষ্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন।(১ করিন্থীয়। 15:57)
আপনি কি যীশু খ্রীষ্ট কে জানেন?
হ্যাঁ, জানি।
যীশু খ্রীষ্ট কি আপনাকে জানেন?
এ আবার কেমন প্রশ্ন ?
আসলে প্রভু যীশু একটা ভয়ঙ্কর কথা বলে গেছেন,
"সেই দিন অনেকে আমাকে বলবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলিনি? আপনার নামেই কি ভূত ছাড়াই নি? আপনার নামেই কি অনেক আশ্চর্য্য কাজ করিনি? তখন আমি তাদের স্পষ্টই বলব, আমি কখনও তোমাদের জানি না; হে অধর্মাচারীরা, আমার কাছ থেকে দূর হও।"
মথি 7:22-23 ।
🙇এখনই সে সময়, আমার সঙ্গে যীশু খ্রীষ্টের সম্পর্ক কেমন তা একটু ভালো করে দেখে নিই।
📖👂যাহার কর্ণ আছে, সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন।
আমেন।।
Comments
Post a Comment