আমি কিভাবে জানতে পারি, আমার আত্মিক দান কি?

উত্তর: এমন কোন যাদুকরী সূত্র নাই, অথবা এমন কোন নির্দিষ্ট পরীক্ষা নাই যাতে সঠিক বলা যায়, আমাদের আত্মিক দানগুলো কি কি। পবিত্র আত্মা নিজের ইচ্ছামত আত্মিক দান দিয়ে থাকেন (১ করিন্থীয় ১২:৭-১১ পদ দ্রষ্টব্য)। খ্রীষ্টিয়ানদের জন্য একটা সাধারণ সমস্যা হচ্ছে, তারা যে যে পরিচর্যা ক্ষেত্রে ঈশ্বরের কাজ করে, তারা আশা করে সেটাই হচ্ছে তাদের আত্মিক দান। এভাবে আমরা অনায়াসে প্রলোভিত হতে পারি। কিন্তু আত্মিক দান এভাবে কাজ করে না। ঈশ্বর আমাদের আহ্বান করেছেন যেন আমরা বিশ্বস্তভাবে সব ক্ষেত্রেই কাজ করে যাই। তিনি আমাদের যে কাজের ভার দেবেন তা সাথর্ক করতে তিনিই আমাদের প্রয়োজনীয় দান/দানগুলো দিয়ে আমাদের সুসজ্জিভূত করে থাকেন।

আমাদের আত্মিক দানগুলো আছে কি না, তা বিভিন্নভাবে চিহ্নিত করা যায়। আত্মিক দানের জন্য পরীক্ষামূলক উপায় বা খুঁজে দেখা সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য নয়; তবে তা বুঝতে সাহায্য করতে পারে, কোন্ কোন্ ক্ষেত্রে আমাদের আত্মিক দান থাকতে পারে। অন্য লোকদের কাছ থেকে জানতে পারলে অনেক সময় আমাদের দানগুলো বোঝা যায়। অন্যান্য লোকেরা প্রভুর কাজ আমাদের করতে দেখে চিহ্নিত করে বলে কোন্ দান আমার মধ্যে কাজ করছে বা করছে না। এক্ষেত্রে প্রার্থনা খুবই গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি সঠিকভাবে জানেন, আমাদের মধ্যে ঠিক কি কি দান আছে, কারণ তিনি হচ্ছেন পবিত্র আত্মা- যিনি আসলে দান দেবার মালিক। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি যেন তিনি তাঁরই গৌরবের জন্য আমাদের দানগুলো দেখিয়ে দেন।

হ্যাঁ, ঈশ্বর কাউকে কাউকে শিক্ষক হবার জন্য ডাকেন এবং তাদের শিক্ষা দেবার দান দিয়ে থাকেন। ঈশ্বর কাউকে কাউকে পরিচর্যাকারী হিসাবে ডাকেন এবং তাকে সাহায্য করার দানে আশীর্বাদ করেন। যাইহোক, নির্দিষ্টভাবে আত্মিক দানগুলো জানলেই আমরা অন্য অন্য ক্ষেত্রে ঈশ্বরের কাজ না করার অযুহাত দেখাব তা কিন্তু নয়। তাহলে ঈশ্বর কোন্ কোন্ দান আমাদের দিয়েছেন তা জানা প্রয়োজন আছে কি? অবশ্যই আছে। তবে আত্মিক দানগুলোর দিকে বেশী লক্ষ্য করতে গেলে অন্যান্য সুযোগ আমরা হয়তো বা নষ্ট করে ফেলতে পারি, তাই না? হ্যাঁ, যদি আমরা ঈশ্বরের কাজে নিজেকে উৎসর্গ করি, তাহলে তিনি আমাদের প্রয়োজনীয় আত্মিক দান/দানগুলো দিয়ে আমাদের সুসজ্জিভূত করতে পারেন।
আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
আপনার অনুদান পাঠানোর জন্য ক্লিক করুন নিচে দেওয়া Donate অপশানে 

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া