যীশু তাঁর নিজের গৌরব অন্বেষণ করে না
নাম, সম্মান, যশ, খ্যাতি কে না ভালোবাসে। আমাদের জীবনের সব কিছুর মধ্যে দিয়ে আমরা কেউবা এই গুলির উদ্দেশ্যে প্রকাশ্যে ছোটাছুটি করি। আবার কেউবা গোপনে করি। একমাত্র প্রভু যীশু খ্রীষ্ট বলেছিলেন, "কিন্তু আমি আপনার গৌরব অন্বেষণ করি না"(যোহন 8:50)।
ঈশ্বরের বাক্য এই বিষয় কি বলে আমরা তা একটু দেখবো। আমরা আজ শুধুমাত্র গীতসংহিতার লেখক এই বিষয় কি বলে, কাকে ধন্য বলে উল্লেখ করেছেন, সে বিষয়ে একটু ধ্যান করবো। এবং সেই সঙ্গে নিজেকে যাঁচাই করে দেখবো সত্যি কি আমি ধন্য হতে পেরেছি?
যদি এখনও আমার মধ্যে কিছু ঘাটতি থাকে তাহলে এই ধন্য খ্যাতি পেতে হলে আমায় কি করতে হবে তাও শিখে নেব এই বাক্যের মাধ্যমে। গীতরচক সে বিষয়ে খুব পরিষ্কার ভাবে গুন গুলির কথা উল্লেখ করেছেন যে ধন্য ব্যক্তি কে?
আসুন আজ এই ধন্য বাক্য দ্বারা নিজেকে ধন্য করে তুলি মহান ঈশ্বরের দৃষ্টিতে। একমাত্র ধন্য ব্যক্তিরাই তাঁর ভয়ঙ্কর ক্রোধের দিনে রক্ষা পাবে। সেই ক্রোধের দিনের খুব কাছে আমরা এসে গেছি। সময় থাকতে নিজেকে ধন্য করে গড়ে তুলি।খুব মনোযোগ সহকারে আমরা বাক্য থেকে দেখবো:-
📖ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের আসরে বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাঁর ব্যবস্থায় দিনরাত ধ্যান করে।গীত 1:1-2
📖ধন্য সেই ব্যক্তি যার অপরাধ ক্ষমা করা হয়েছে, যার পাপ আচ্ছাদিত হয়েছে। ধন্য সেই ব্যক্তি যার পাপ সদাপ্রভু তার বিরুদ্ধে গণ্য করেন না এবং যার অন্তর ছলনাবিহীন। গীত 32:1-2
📖ধন্য সেই জাতি, যার ঈশ্বর সদাপ্রভু, সেই সমাজ যাকে তিনি তাঁর অধিকারের জন্য মনোনীত করেছেন। গীত 33:12
📖আস্বাদন করো ও দেখো, সদাপ্রভু মঙ্গলময়; ধন্য সেই ব্যক্তি যে তাতে আশ্রয় নেয়।
গীত 34:8
📖ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুর উপর আস্থা রাখে, যে দাম্ভিকের উপর নির্ভর করে না, বা ভুয়ো দেবতার আরাধনাকারীদের উপর নির্ভর করে না। গীত 40:4
📖ধন্য সেই ব্যক্তি, যে দীনহীনদের জন্য চিন্তা করে; সঙ্কটের দিনে সদাপ্রভু তাকে উদ্ধার করেন। সদাপ্রভু তাকে রক্ষা করেন আর জীবিত রাখেন— তিনি তাদের দেশে তাদের সমৃদ্ধি দেন— সদাপ্রভু তাকে তার শত্রুদের ইচ্ছায় সমর্পণ করেন না।
গীত 41:1-2
📖ধন্য সেই ব্যক্তি যাকে তুমি মনোনীত করেছ এবং কাছে এনেছ যেন তোমার প্রাঙ্গণে বাস করতে পারে! তোমার গৃহের ও তোমার পবিত্র মন্দিরের উত্তম সম্পদে আমরা পরিতৃপ্ত হয়েছি।
গীত 65:4
📖ধন্য সেই ব্যক্তি, যে তোমার গৃহে বাস করে, সে সর্বক্ষণ তোমার গুণকীর্তন করে। ধন্য সেই ব্যক্তি, যার শক্তি সদাপ্রভু থেকে আসে, যে সদাপ্রভুর গৃহে যাওয়ার জন্য তার হৃদয় স্থির রেখেছে। যখন তারা অশ্রুর উপত্যকার মধ্য দিয়ে যায়, তারা সেই স্থান জলধারায় পরিণত করে; প্রথম বৃষ্টি সেই প্রান্তরকে আশীর্বাদে আবৃত করে। তারা ক্রমাগত শক্তিশালী হয়ে উঠবে, এবং সিয়োনে ঈশ্বরের সম্মুখে প্রত্যেকে হাজির হবে।
গীত 84:4-7
📖হে সর্বশক্তিমান সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যে তোমার উপর আস্থা রাখে।গীত 84:12
📖ধন্য তারা যারা তোমার জয়ধ্বনি করতে শিখেছে, যারা তোমার সান্নিধ্যের আলোতে চলাফেরা করে, হে সদাপ্রভু। সারাদিন তারা তোমার নামে আনন্দ করে; তোমার ধর্মশীলতায় উল্লাস করে। কারণ তুমি তাদের মহিমা আর শক্তি, আর তোমার অনুগ্রহে তুমি আমাদের শিং বলশালী করেছ।গীত 89:15-17
📖ধন্য তারা, যারা ন্যায় কাজ করে, এবং যা সঠিক তা সর্বদা পালন করে।
গীত 106:3
📖সদাপ্রভুর প্রশংসা করো। ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুকে সম্ভ্রম করে, যে তাঁর আজ্ঞা পালনে মহা আনন্দ পায়। তাদের সন্তানসন্ততিরা এ জগতে শক্তিশালী হবে, ন্যায়পরায়ণদের প্রজন্ম ধন্য হবে। ধনসম্পদ ও ঐশ্বর্য তার গৃহে আছে, এবং তার ধার্মিকতা চিরকাল স্থায়ী হয়। ন্যায়পরায়ণের জন্য অন্ধকারের মাঝে আলোর উদয় হয়, সে কৃপাময়, স্নেহশীল ও ধার্মিক।
গীত 112:1-4
📖ধন্য সেই ব্যক্তি যিনি সদাপ্রভুর নামে আসেন। সদাপ্রভুর গৃহ থেকে আমরা তোমাদের আশীর্বাদ করি।
গীত 118:26
📖ধন্য তারা, যারা আচরণে নির্দোষ, যারা সদাপ্রভুর নিয়ম অনুযায়ী পথ চলে। ধন্য তারা, যারা তাঁর বিধিবিধান পালন করে এবং সমস্ত হৃদয় দিয়ে তাঁর অনুসন্ধান করে— তারা অন্যায় করে না কিন্তু তাঁর নির্দেশিত পথে চলে।
গীত 119:1-3
📖ধন্য সেইসব ব্যক্তি যারা সদাপ্রভুকে সম্ভ্রম করে, যারা তাঁর নির্দেশিত পথে চলে। তুমি তোমার পরিশ্রমের ফলভোগ করবে; আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার হবে। তোমার স্ত্রী তোমার গৃহে ফলবতী এক দ্রাক্ষালতার মতো হবে; তোমার মেজের চারিদিকে তোমার সন্তানেরা জলপাই গাছের চারার মতো হবে। হ্যাঁ, সেই ব্যক্তি যে সদাপ্রভুকে সম্ভ্রম করে তাঁর জন্য এই তোমার আশীর্বাদ হবে। সিয়োন থেকে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন; তোমার জীবনের প্রতিটি দিনে, তুমি যেন জেরুশালেমের সমৃদ্ধি দেখতে পাও। তুমি তোমার সন্তানদের বংশধর দেখার জন্য বেঁচে থাকো— ইস্রায়েলে শান্তি বিরাজ করুক। (গীত 128:1-6)।
পিতা ঈশ্বর তাঁর এই ধন্য বাক্যের দ্বারা আপনার জীবনকে ধন্য করে গড়ে উঠতে সাহায্য করুন।
জয় যীশু
আমেন।।
Comments
Post a Comment