"ঈশ্বরের রব"
📖.(যাত্রাপুস্তক 3:16-17) তুমি যাও, ইস্রায়েলের প্রাচীনগণকে একত্র কর, তাহাদিগকে এই কথা বল, সদাপ্রভু, তোমাদের পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহামের, ইস্হাকের ও যাকোবের ঈশ্বর আমাকে দর্শন দিয়া কহিলেন, সত্যই আমি তোমাদিগের তত্ত্ব লইয়াছি, এবং মিসরে তোমাদের প্রতি যাহা করা হইতেছে, তাহা দেখিয়াছি। আর আমি বলিয়াছি, আমি মিসরের কষ্ট হইতে তোমাদিগকে উদ্ধার করিয়া কনানীয়দের, হিত্তীয়দের, ইমোরীয়দের, পরিষীয়দের, হিব্বীয়দের, ও যিবূষীয়দের দেশে, দুগ্ধমধুপ্রবাহী দেশে, লইয়া যাইব।
👤আজ আপনি হয়তো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনার সুখ ও আনন্দ -- দুঃখে পরিণত হয়েছে। আশা - নিরাশাতে পরিণত হয়েছে। বেঁচে থাকার সব আনন্দ যেন হারিয়ে গেছে।
এই কঠিন সময়ের মধ্যে আজ আমি আপনাকে এক সুখবর দিতে চাই।
সেই সময় মিশরে ইস্রায়েল জাতির সেই ভয়ানক কষ্ট, দুঃখ, যাতনা যা তাদের জীবন যাত্রা কে দুর্বিসহ করে তুলেছিলো। তাদের কাছেও আর বেঁচে থাকার কোনো আশা, আনন্দ ছিলোনা। 430 বছর ধরে তাদের এই ক্রীতদাসের দুর্বিসহ জীবন যাত্রা দিন প্রতিদিন আরও কঠিন হয়ে উঠেছিল। ঠিক সেই সময় সর্বশক্তিমান ঈশ্বর মোশিকে দর্শন দিয়ে বললেন:-
🔥পরে সদাপ্রভু কহিলেন, সত্যই আমি মিসরস্থ আপন প্রজাদের কষ্ট দেখিয়াছি, এবং কার্য্যশাসকদের সমক্ষে তাহাদের ক্রন্দনও শুনিয়াছি; ফলতঃ আমি তাহাদের দুঃখ জানি। আমি মিসরের কষ্ট হইতে তোমাদিগকে উদ্ধার করিয়া কনানীয়দের, হিত্তীয়দের, ইমোরীয়দের, পরিষীয়দের, হিব্বীয়দের, ও যিবূষীয়দের দেশে, দুগ্ধমধুপ্রবাহী দেশে, লইয়া যাইব। (যাত্রাপুস্তক 3:7&17)
🙄আপনি হয়তো ভাবছেন এই সুখবর তো আমার জন্য নয়।
হ্যাঁ, এই সুখবর অতীতে ইস্রায়েল জাতির জন্য ছিল। আর ঠিক এমনই আমাদের জন্য হতে চলেছে। তাঁর একজাত পুত্র যীশু খ্রীষ্ট আপনাকে সমস্ত দুঃখ কষ্ট যাতনা লাঞ্ছনা থেকে মুক্তি দিতে, আমাদের দুগ্ধমধু প্রবাহী এক আশ্চর্য্য দেশে নিয়ে যাবার জন্য আসছেন, যেখানে :-
📖..পরে আমি “এক নূতন আকাশ ও এক নূতন পৃথিবী” দেখিলাম; কেননা প্রথম আকাশ ও প্রথম পৃথিবী লুপ্ত হইয়াছে; এবং সমুদ্র আর নাই। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখ, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস; তিনি তাহাদের সহিত বাস করিবেন, এবং তাহারা তাঁহার প্রজা হইবে; এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন, ও তাহাদের ঈশ্বর হইবেন। আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন; এবং মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না; কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল।
(প্রকাশিত বাক্য। 21:1, 3-4 )
🤔হ্যাঁ, ঠিক আছে, অনেকদিন থেকেই তা আমি শুনে আসছি। জানিনা !!! এই খবর আমার জন্য সুখবর না দুঃখের..... !!!!!
🔥নিশ্চয়ই সুখবর। দেখুন পবিত্র আত্মা সাধুপৌলের মাধ্যমে আমাদের জানিয়েছে যে, 📖" কিন্তু, হে ভ্রাতৃগণ, আমরা চাহি না যে, যাহারা নিদ্রাগত হয়, তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাক; যেন যাহাদের প্রত্যাশা নাই, সেই অন্য সকল লোকের মত তোমরা দুঃখার্ত্ত না হও। কেননা আমরা যখন বিশ্বাস করি যে, যীশু মরিয়াছেন, এবং উঠিয়াছেন, তখন জানি, ঈশ্বর যীশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপে তাঁহার সহিত আনয়ন করিবেন। কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে, আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভুর আগমন পর্য্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোন ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ, এবং ঈশ্বরের তূরীবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন, আর যাহারা খ্রীষ্টে মরিয়াছে, তাহারা প্রথমে উঠিবে। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেষযোগে নীত হইব; আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব।....
(১ থিষলনীকীয়। 4:13-18)
😄 বাঃ!!!! এতো খুব আনন্দের খবর। আমি তো মনে করতাম যে প্রভু কবে আসবে জানিনা, সেই ছোট্ট বেলা থেকেই তো শুনে আসছি। এখন শুনলাম যে, যদি আমার মৃত্যু হয় সেটা যেন খ্রীষ্টেই হয় , কারণ তাঁর আগমনের সময় তো যারা খ্রীষ্টে মারা গেছে তারা প্রথমে উঠবে। আহাঃ এ তো দারুণ সুখবর।
তাহলে আমাকে কি করতে হবে এখন?
👤 এর জন্য আপনাকে সেরকম কিছুই করতে হবে না। যা কিছু করার তা প্রভু যীশু খ্রীষ্টই করে গেছেন। হ্যাঁ, আপনাকে শুধু মাত্র একটি কাজ করতে হবে।
🤔কি কাজ ?
👤ঐ যে ইস্রায়েলবাসীগণ করেছিলো সেই কাজ যেন না করি। কিন্তু তাঁর রব যেন শুনি ও হৃদয় কে যেন কঠিন না করি।
দেখুন 95 গীতে লেখা আছে:-📖কেননা তিনিই আমাদের ঈশ্বর, আমরা তাঁহার চরাণির প্রজা ও তাঁহার হস্তের মেষ। আহা! অদ্যই তোমরা তাঁহার রব শ্রবণ কর! আপন আপন হৃদয় কঠিন করিও না, যেমন মরীবায়, মরীবা, অর্থাৎ বিবাদ। যেমন প্রান্তরের মধ্যে মঃসার দিবসে, করিয়াছিলে। তখন তোমাদের পিতৃপুরুষেরা আমার পরীক্ষা করিল, আমার বিচার করিল, আমার কর্মও দেখিল। চল্লিশ বৎসর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম, আমি বলিয়াছিলাম, ইহারা ভ্রান্তচিত্ত লোক; ইহারা আমার পথ জ্ঞাত হইল না। অতএব আমি আপন ক্রোধে শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামস্থানে প্রবেশ করিবে না।
(গীত 95:7-11)
হ্যাঁ, আমাদের তাঁর রব শ্রবণ করতে হবে। অর্থাৎ ঈশ্বরের রবে মনোযোগ করতে হবে। আপন আপন হৃদয় নম্র করতে হবে। যেন আমরা সেই ইস্রায়েলীদের ন্যায় হৃদয় কঠিন করে তাঁর পথ থেকে সরে না যাই।
😇ঈশ্বরের রব !!!!
হ্যাঁ, ভয় পাবেন না। আপনার কাছেই তা আছে। 📖 তাঁর পবিত্র বাক্যে ধ্যান করুন। এই বাক্যের মাধ্যমে পিতা ঈশ্বর আপনার সাথে কথা বলবেন। এই জগৎ সংসারে কিভাবে চলতে হবে সে বিষয়ে নির্দেশ দেবেন। আপনাকে সঠিক পথে চালনা করবেন। শুধু তাই নয়, তিঁনি আপনার জন্য সহায়ক অর্থাৎ পবিত্র আত্মা পাঠিয়ে দিয়েছেন যেন আপনি কোন ভাবেই ভ্রান্ত না হয়ে সঠিক পথে চলেন। আপনি সম্পূর্ণরূপে তাঁর অধীনে নিজেকে সমর্পণ করে দিন।
কি এখনও আপনি সংশয়ের মধ্যে আছেন?
দেখুন প্রভু যীশু আপনার জন্য কত সুন্দর প্রতিজ্ঞা করেছেন:-
📖..............সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, পিতার নিকটে যদি তোমরা কিছু যাচ্ঞা কর, তিনি আমার নামে তোমাদিগকে তাহা দিবেন। এ পর্য্যন্ত তোমরা আমার নামে কিছু যাচ্ঞা কর নাই; যাচ্ঞা কর, তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়।"
(যোহন। 16:23-24)
👤আপনি কি পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার জন্য, তাঁর অধীনে সম্পূর্ণ রূপে নিজেকে সমর্পণ করার জন্য কখনও পিতার কাছে যাঞ্চা করেছেন?
🤔🙄 এই ভাবে তো ভেবে দেখিনি !!!!!!
👤 আসুন সময় থাকতে থাকতে একটু ভেবে দেখা যাক, আমি কি বিশ্রামস্থানে প্রবেশের জন্য যত্ন করছি?
ইব্রীয় পত্রের লেখকের মাধ্যমে পবিত্র আত্মা কি বলেছেন দেখুনঃ-
📖তাহলে দেখা যায়, ঈশ্বরের লোকদের জন্য বিশ্রামের সুযোগ আছে, কারণ ঈশ্বর যেমন তাঁর সৃষ্টির কাজ শেষ করে বিশ্রাম নিয়েছিলেন ঠিক তেমনি যে লোক ঈশ্বরের দেওয়া বিশ্রামের জায়গায় যায়, সেও তার কাজ থেকে বিশ্রাম পায়। এইজন্য এস, আমরা সেই বিশ্রাম পাবার জন্য বিশেষভাবে আগ্রহী হই। কেউ যেন সেই অবাধ্য ইস্রায়েলীয়দের মত ঈশ্বরকে অমান্য করে তাঁর দেওয়া বিশ্রাম থেকে বাদ না পড়ে। ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যকর এবং দু’দিকেই ধার আছে এমন ছোরার চেয়েও ধারালো। এই বাক্য মানুষের অন্তর-আত্মা ও অস্থি-মজ্জার গভীরে কেটে বসে এবং মানুষের অন্তরের সমস্ত ইচ্ছা ও চিন্তা পরীক্ষা করে দেখে। সৃষ্টির কিছুই ঈশ্বরের কাছে লুকানো নেই। যাঁর কাছে আমাদের হিসাব দিতে হবে তাঁর চোখের সামনে সব কিছুই খোলা এবং প্রকাশিত।
ইব্রীয় 4:9-13
পিতা ঈশ্বর তাঁর এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর আশীর্বাদ করুন ও পবিত্র আত্মা দ্বারা তাঁর বিশ্রাম স্থানে প্রবেশের জন্য সঠিক ভাবে চালনা করুন।
জয় যীশু🙏🙏
আমেন।।
Comments
Post a Comment