বিশ্বাস কি ? বিশ্বাস কাকে বলে ?
কফরনাহুমে সমুদ্রের পারে এক বিশাল জনসমূহ যীশুকে বললো, "আমরা যেন ঈশ্বরের কার্য করিতে পারি এজন্য আমাদিগকে কি করিতে হইবে"?
যীশু উত্তরে বললেন, "ঈশ্বরের কার্য এই, যেন তাঁহাতে তোমরা বিশ্বাস কর, যাঁহাকে তিঁনি প্রেরণ করিয়াছেন। (যোহন6:29)
তাঁহাতে অর্থাৎ যীশু খ্রীষ্টে বিশ্বাস করতে হবে।
🤔বিশ্বাসের পরিভাষা কি ?
📖যখন মানুষেরা কিছু পাবার আশা করেন, সেই নিশ্চয়তাই হল বিশ্বাস। এটা সেই বিষয়ে নিশ্চয়তা যা তখন দেখা যায়নি।(ইব্রীয় 11:1)
এই বিশ্বাস ও নিশ্চয়তার বলে ইঁহারা অর্থাৎ বাইবেলের সকল বিশ্বাসী বীরেরা এই পৃথিবীতে নিজেদের বিদেশী ও প্রবাসী বলে স্বীকার করে সমস্ত দুঃখ, যন্ত্রনা, ব্যথা, কষ্ট, বেদনা, এমনকি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিয়েছিলেন।এবং অনেক ভক্তেরা এখনও নিয়ে চলেছেন......
সাধুপৌল বলেছেন:- 🔊 📖"এইভাবে আমার ঐকান্তিক প্রতীক্ষা ও প্রত্যাশা এই যে, আমি কোনোভাবে লজ্জিত হব না, কিন্তু সম্পূর্ণ সাহসের সঙ্গে, যেমন সবসময় তেমনি এখনও, খ্রীষ্ট জীবনের মাধ্যমে হোক, কি মৃত্যুর মাধ্যমে হোক, আমার মধ্য দিয়ে খ্রীষ্ট শরীরে মহিমান্বিত হবেন। কারণ আমার পক্ষে জীবন হল খ্রীষ্ট এবং মরণ হল লাভ।"
ফিলিপীয় 1:20-21
এই বিশ্বাস এমন একটি বিষয় যার দ্বারা আমি স্থির থাকতে পারি, বিজয় লাভ করতে পারি। এই পৃথিবীর সমস্ত কিছুই শেষ হয়ে যাবে। শুধু এই বিশ্বাসই আমাকে ঈশ্বরের সিংহাসনের সামনে নির্ভয়ে দাঁড়াতে সাহায্য করবে। তাঁর রাজ্যের অধিকারী হতে সাহায্য করবে।
🤔ঈশ্বর কে কিভাবে সন্তুষ্ট করা যায়?
📖বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব, কারণ যে ব্যক্তি ঈশ্বরের কাছে আসে, তার এটা বিশ্বাস করা অবশ্যই প্রয়োজন যে ঈশ্বর আছেন এবং যারা তাঁর খোঁজ করে, তিনি তাদের পুরষ্কারদাতা।
(ইব্রীয় 11:6 )
আমার বিশ্বাস কি?
প্রৈরিতিক বিশ্বাস সূত্র আমরা হয়তো সকলেই জানি ও মুখস্থ । আমরা এক নিঃশ্বাসে বলে দিই।
"আমি এক ঈশ্বরে বিশ্বাস করি যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা ও সর্বশক্তিমান পিতা এবং তাঁহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রীষ্টে, যিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পীলাতের শাসনকালে, দুঃখভোগ করিলেন ও ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন এবং পরলোকে নামিলেন, তৃতীয় দিবসে মৃতদেহ হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শে বসিয়া আছেন, তথা হইতে জীবিত ও মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সার্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপমোচনে, শরীরের পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি।"
কিন্তু যাকোব তাঁর পত্রে কি লিখেছেন দেখুনঃ-
📖"তুমি বিশ্বাস কর যে, ঈশ্বর এক, তুমি তা ঠিকই বিশ্বাস কর; ভূতেরাও তা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে।"
(যাকোব 2:19)
🤔তাহলে আমার বিশ্বাস ও ভুতেদের বিশ্বাসের মধ্যে পার্থক্য কি?
সে বিষয়ে যাকোব কি বলেছেন একটু দেখে নেওয়া যাক।
📖কিন্তু, হে নির্বোধ মানুষ, তুমি কি জানতে চাও যে, কাজ বিহীন বিশ্বাস কোন কাজের নয়?
(যাকোব 2:20)
আমরা কি জানি যে প্রভু যীশু যখন এই পৃথিবীতে ছিলেন, তখন একবার খুব আশ্চর্য্য হয়ে ছিলেন কি দেখে বলুন তো ?
বিশ্বাস! হ্যাঁ, রোমান শতপতির বিশ্বাস দেখে তাই নয় কি?
📖সেই সেনাপতি যীশুকে বললেন, “প্রভু, আপনি যে আমার বাড়ীতে ঢোকেন এমন যোগ্য আমি নই। কেবল মুখে বলুন, তাতেই আমার দাস ভাল হয়ে যাবে। আমি এই কথা জানি কারণ আমাকেও অন্যের কথামত চলতে হয় এবং সৈন্যেরা আমার কথামত চলে। আমি একজনকে ‘যাও’ বললে সে যায়, অন্যজনকে ‘এস’ বললে সে আসে। আমার দাসকে ‘এটা কর’ বললে সে তা করে।” যীশু এই কথা শুনে আশ্চর্য হলেন এবং যারা তাঁর পিছনে পিছনে যাচ্ছিল তাদের বললেন, “আমি আপনাদের সত্যিই বলছি, ইস্রায়েলীয়দের মধ্যেও এত বড় বিশ্বাস কারও মধ্যে আমি দেখি নি।
(মথি 8:8-10)
আমরা দেখি যে বাইবেলে প্রভু যীশুর অনেক আশ্চর্য্য কাজের বিবরণ আছে। এই সকল আশ্চর্য্য কাজের প্রধান কারণ হিসাবে আমরা দেখি যে তাদের বিশ্বাস।
আর যারা বিশ্বাস করেনি, তাদের প্রতি ছিল যীশুর ভর্ৎসনা তাও আমরা দেখতে পাই।
ঈশ্বরের রাজ্যে প্রবেশ সে বিষয়ে কি বলে দেখুনঃ-
📖“যীশু তাঁদের বললেন, “আমি আপনাদের সত্যিই বলছি, কর আদায়কারী ও বেশ্যারা আপনাদের আগেই স্বর্গরাজ্যে প্রবেশ করছে। কারণ যোহন আপনাদের কাছে এসে ধার্মিকতার পথ দেখালেন আর আপনারা তাঁকে বিশ্বাস করলেন না, কিন্তু কর আদায়কারী ও বেশ্যারা বিশ্বাস করল। আর আপনারা তা দেখা সত্ত্বেও অনুতাপ করলেন না এবং বিশ্বাস করলেন না।(মথি 21:31-32 )।
সাধুপৌল বলেছেন 🔊
📖"আমি উত্তম যুদ্ধে প্রানপন করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত্য দৌড়িয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি।"(2তীম 4:7)।
👮বিশ্বাসের জন্য যুদ্ধে প্রাণপন চেষ্টা কর; অনন্ত জীবন ধরে রাখ; তারই জন্য তোমাকে ডেকেছে এবং অনেক সাক্ষীর সামনে সেই উত্তম প্রতিজ্ঞা স্বীকার করেছ।(১ম তীমথি 6:12)
👣অতএব যারা বিশ্বাস করে, তারা বিশ্বাসী অব্রাহামের সাথে আশীর্বাদ পায়।
(গালাতীয় 3:9)
👨👩👦👦"কেননা তোমরা সকলে, খ্রীষ্ট যীশুতে বিশ্বাস দ্বারা, ঈশ্বরের পুত্র হইয়াছ; সুতরাং অব্রাহামের বংশ, প্রতিজ্ঞানুসারে দায়াধিকারী।(গালাতীয় 3:26,29)
🕴️তোমরা জেগে থাক, বিশ্বাসে দাঁড়িয়ে থাক, বীরত্ব দেখাও, বলবান হও।
(১ম করি 16:13)
📢কারণ লোকে মন দিয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং সে মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। কারণ শাস্ত্র বলে, “যে কেউ তাঁর উপরে বিশ্বাস করে সে লজ্জিত হবে না।” (রোমীয় 10:10-11)
একবার যখন প্রভু যীশু খ্রীষ্টের শিষ্যরা ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের মধ্যে মৃত্যুর মুখোমুখি, তারা সকলে প্রচন্ড ভীত হয়েছিলো। সে সময় প্রভু যীশু তাদের বলেছিল, "হে অল্পবিশ্বাসীরা, কেন ভীরু হও?"
প্রভু যীশু বিশ্বাস দেখে আশ্চর্য্য হয়েছিলেন, অনেকের বিশ্বাসের জন্য তাদের জীবনে আশ্চর্য্য আশ্চর্য্য কাজ করেছিলেন, আবার অল্প বিশ্বাসও দেখে ছিলেন। প্রভু যীশু খুব সুন্দর একটি কথা বলেছিলেন, "ধন্য তাহারা, যাহারা না দেখিয়া বিশ্বাস করিল।"(যোহন 20:29)
প্রভু যীশুর আগমন সন্নিকটে। তিঁনি তার আগমন সম্পর্কে বলেছিলেন, "যে কেহ শেষ পর্যন্ত্য স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে।"(মথি 24:13)।
প্রভু যীশু আবার এও বলছিলেন,
📖 "কিন্তু মনুষ্যপুত্র যখন আসিবেন, তখন কি পৃথিবীতে বিশ্বাস পাইবেন ?" (লুক 18:8)।
আসুন আমরা সাধুপৌলের কথায় একটু মনোযোগ দিই।
"তোমরা নিজেদের পরীক্ষা করে দেখ তোমরা সত্যি করে খ্রীষ্টকে বিশ্বাস করেছ কি না। তোমরা নিজেদের যাচাই করে দেখ। তোমরা কি বোঝ না যে, খ্রীষ্ট যীশু তোমাদের অন্তরে আছেন? অবশ্য যাচাই করবার ফলে তোমরা যদি অখাঁটি বলে ধরা না পড়।
(২ করিন্থীয় 13:5)
সর্বশক্তিমান পিতা ঈশ্বর তাঁর এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর আশীর্বাদ করুন এবং বিশ্বাসে দৃঢ়প্রতিজ্ঞ হতে সাহায্য করুন।
জয় যীশু🙏
আমেন।।
Comments
Post a Comment