ঈশ্বরের যাহা ঈশ্বরকে দেও
তখন তিনি তাহাদিগকে কহিলেন, তবে কৈসরের যাহা যাহা, কৈসরকে দেও, আর ঈশ্বরের যাহা যাহা, ঈশ্বরকে দেও।(মথি। 22:21)
একজন খ্রীষ্ট বিশ্বাসী হয়ে এই সংসারে যখন আমরা বাস করি তখন আমাদের উচিত আমরা যে সরকারের নিয়ম কানুনের অধীনে বসবাস করছি, তার সন্মান ও পালন করা। সেই সঙ্গে সঙ্গে আমাকে মনে রাখতে হবে আমি কে?
ঈশ্বরের সাথে আমার কি সম্পর্ক?
ঈশ্বর কে আমি কি দেব?
যাহা যাহা ঈশ্বরের বলতে কি বোঝায়?
ঈশ্বরের সাথে আমার কি সম্পর্ক?
ঈশ্বর কে আমি কি দেব?
যাহা যাহা ঈশ্বরের বলতে কি বোঝায়?
যখন আমি আমার পাপ মোচনের নিমিত্তে যীশু খ্রীষ্টকে আমার উদ্ধার কর্তা রূপে গ্রহণ করেছি, তখন থেকে আমি যীশু খ্রীষ্টের আহূত লোক হয়েছি। তাঁহারই অনুগ্রহে, খ্রীষ্ট যীশুতে প্রাপ্য মুক্তি দ্বারা, ধার্মিক গণিত হয়েছি। তাঁর সন্তান হবার যোগ্যতা পেয়েছি। তাঁর পবিত্র বংশের প্রজা হয়েছি। প্রভু যীশু খ্রীষ্টের রক্তের দ্বারা সুচিকৃত হয়ে আমি তাঁর বংশের নিজস্ব প্রজা হয়েছি। পিতা ও পুত্রের এক গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তিঁনি তাঁর একমাত্র পুত্রের রক্ত দিয়ে আমাকে কিনে নিয়েছেন। অর্থাৎ পূর্বে আমি পাপের দাস ছিলাম। কিন্তু এখন আমি প্রভু যীশু খ্রীষ্টে এক নতুন সৃষ্টি। আমি এখন আর আমার নই, কিন্তু খ্রীষ্ট আমার মধ্যে জীবিত হয়েছে এবং আমি খ্রীষ্টে মৃত হয়েছি।
আমি ঈশ্বর কে কি দেব এবং ঈশ্বর আমার কাছ থেকে কি আশা করেন?
আপনি হয়তো প্রতি রবিবার গির্জার উদ্দেশ্যে যান। প্রতিদিন সকালে আপনি বাইবেল পড়েন। আপনি ঘুমানোর আগে প্রতি রাতে প্রার্থনা করেন, নিয়মিত উপহার দশমাংশ দিয়ে থাকেন ।
তবে আপনি যখন এই জিনিসগুলি করেন, আপনি কি সত্যই জানেন যে ঈশ্বর আপনার কাছ থেকে কী চান?
ঈশ্বর সত্যিকার অর্থে কী চান? তাঁর উদ্দেশ্য কী? সামগ্রিক পরিকল্পনা কি? সমগ্র মহাবিশ্বের সর্বশক্তিমান স্রষ্টা — তিঁনি সম্ভবত কি কামনা করেন?
রাজা দায়ূদ গীতসংহিতা ৮: ৩-৪ এ যেখানে তিনি বলেছেন, " যখন আমি তোমার আকাশমণ্ডল পর্যবেক্ষণ করি, তোমার হাতের কাজ, চাঁদ ও তারার দিকে দেখি যা তুমি নিজস্ব স্থানে রেখেছ, মানবজাতি কি যে, তাদের কথা তুমি চিন্তা করো? মানুষ কি যে, তার তুমি যত্ন করো? তুমি তাদের স্বর্গদূতদের চেয়ে সামান্য ছোট করেছ এবং তাদের গৌরব ও সম্মানের মুকুটে ভূষিত করেছ। তোমার হাতের সকল সৃষ্টির উপর তাদের কর্তৃত্ব দিয়েছ; এসব কিছু তাদের পায়ের নিচে রেখেছ:
(গীত 8:3-6)
তিনি যদি এই চিরন্তন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি করতে পারেন, আমরাও পারি।
(গীত 8:3-6)
তিনি যদি এই চিরন্তন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নটি করতে পারেন, আমরাও পারি।
ঈশ্বর যা চান তা সত্যই সহজ: তিনি আমাদের চান। ঈশ্বরের জন্য আমাদের সমস্ত পরিষেবা । কিছু লোক আজ ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ বলে মনে করে এবং তারাও জিজ্ঞাসা করে, ঈশ্বর আমার কাছ থেকে কী চান?"
রোমীয় ৮: ৮ বলেছে যে যারা “মাংসে থাকে তারা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারে না।”
প্রথমত: ঈশ্বর চান যে আমরা তাঁর পুত্রকে ত্রাণকর্তা ও প্রভু হিসাবে বিশ্বাস করি। এবং যীশু খ্রীষ্টই প্রভু, এইরূপে পিতা ঈশ্বর যেন মহিমানিত্ব হন। (ফিলিপীয় 2: 9-11)।
দ্বিতীয়ত: "মন্দের পরিশোধে মন্দ বা অপমানের পরিশোধে অপমান কোরো না, বরং আশীর্বাদ কোরো; কারণ এর জন্যই তোমরা আহূত হয়েছ, যেন তোমরা আশীর্বাদের অধিকারী হতে পারো। (1 পিতর 3:9)
ঈশ্বর চান আমরা যে আশীর্বাদের অধিকারী হতে পারি। আর সে জন্য কিছু শর্তাবলী প্রযোজ্য, তা যেন আমরা পালন করি।
ঈশ্বর চান আমরা যে আশীর্বাদের অধিকারী হতে পারি। আর সে জন্য কিছু শর্তাবলী প্রযোজ্য, তা যেন আমরা পালন করি।
যদি তুমি “যীশুই প্রভু,” বলে মুখে স্বীকার করো ও হৃদয়ে বিশ্বাস করো যে, ঈশ্বর তাঁকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন, তাহলে তুমি পরিত্রাণ পাবে। (রোমীয় 10:9)
ঈশ্বর চান যেন এই পৃথিবীর প্রতিটি মানুষ পরিত্রান পায় তাঁর পুত্র প্রভু যীশুর মধ্যমে।
যখন যীশুর শিষ্যরা তাঁকে পিতাকে দেখানোর জন্য জিজ্ঞাসা করেছিলেন, তখন তিনি উত্তর দিয়েছিলেন, “যে কেউ আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে” (যোহন ১৪: ৯)। ঈশ্বর চান যে আমরা তাঁকে চিনি এবং আমরা কেবল তাঁকে যীশুর মাধ্যমে জানতে পারি।
এর পরে, ঈশ্বর চান যে আমরা 'তাঁর পুত্রের প্রতিমূর্তি অনুসারে পরিণত হই' (রোমিয় 8:29 )। পিতা তাঁর সমস্ত সন্তানকে যীশুর মতো দেখতে চান।তিঁনি আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতি নিয়ে আসেন যাতে তিঁনি আমাদের পরিমার্জন বা সংশোধন করতে পারেন এবং সেই ত্রুটিযুক্ত বৈশিষ্ট্যগুলি সরিয়ে ফেলে দিতে পারেন। যীশু যেমন সমস্ত কিছুতে পিতার আনুগত্য করেছিলেন, তাই ঈশ্বরের প্রতিটি সন্তানের লক্ষ্য হওয়া উচিত আমাদের স্বর্গীয় পিতার আনুগত্য করা (যোহন ৮:২৯)।
সাধু পিতর খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন, "বাধ্য সন্তানদের মতো চলো, অজ্ঞতাবশত পূর্বে যেভাবে মন্দ বাসনার বশে চলতে, তার মতো আর হোয়ো না। কিন্তু যিনি তোমাদের আহ্বান করেছেন, তিনি যেমন পবিত্র, তোমরাও তেমনই সমস্ত আচার-আচরণে পবিত্র হও। (1 পিতর 1:14-15)।
দায়ূদ বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর কী চেয়েছিলেন, "কেননা তুমি বলিদানে প্রীত নহ, হইলে তাহা দিতাম হোমে তোমার সন্তোষ নাই। ঈশ্বরের গ্রাহ্যবলি ভগ্ন আত্মা; হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। (গীত:51:16-17)
সাধু পিতর খুব সুন্দর ভাবে ব্যাখ্যা করেছেন, "বাধ্য সন্তানদের মতো চলো, অজ্ঞতাবশত পূর্বে যেভাবে মন্দ বাসনার বশে চলতে, তার মতো আর হোয়ো না। কিন্তু যিনি তোমাদের আহ্বান করেছেন, তিনি যেমন পবিত্র, তোমরাও তেমনই সমস্ত আচার-আচরণে পবিত্র হও। (1 পিতর 1:14-15)।
দায়ূদ বুঝতে পেরেছিলেন যে ঈশ্বর কী চেয়েছিলেন, "কেননা তুমি বলিদানে প্রীত নহ, হইলে তাহা দিতাম হোমে তোমার সন্তোষ নাই। ঈশ্বরের গ্রাহ্যবলি ভগ্ন আত্মা; হে ঈশ্বর, তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না। (গীত:51:16-17)
সাধুপৌল বলেছেন, "অতএব, হে ভ্রাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত, পবিত্র, ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ কর, ইহাই তোমাদের চিত্ত-সঙ্গত আরাধনা। (রোমীয়। 12:1)।
আমরা কি তা করতে পারছি যা ঈশ্বর চান আমাদের কাছে?
আমরা কি তা করতে পারছি যা ঈশ্বর চান আমাদের কাছে?
অতএব পাপ তোমাদের মর্ত্ত্য দেহে রাজত্ব না করুক—করিলে তোমরা তাহার অভিলাষ-সমূহের আজ্ঞাবহ হইয়া পড়িবে; আর আপন আপন অঙ্গপ্রত্যঙ্গ অধার্ম্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না, কিন্তু আপনাদিগকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ কর, এবং আপন আপন অঙ্গপ্রত্যঙ্গ ধার্ম্মিকতার অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ কর।
(রোমীয়। 6:12-13)।
(রোমীয়। 6:12-13)।
আমরা কার কাছে সমর্পিত? ঈশ্বর চান আমরা যেন নিজেদেরকে তাঁর কাছে সমর্পণ করি।
ফলতঃ ঈশ্বরের ইচ্ছা এই, তোমাদের পবিত্রতা; —যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাক, তোমাদের প্রত্যেক জন যেন, যাহারা ঈশ্বরকে জানে না, সেই পরজাতীয়দের ন্যায় কামাভিলাষে নয়, কিন্তু পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে। কারণ ঈশ্বর আমাদিগকে অশুচিতার নিমিত্ত নয়, কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছেন। এই জন্য যে ব্যক্তি অগ্রাহ্য করে, সে মনুষ্যকে অগ্রাহ্য করে তাহা নয়, বরং ঈশ্বরকেই অগ্রাহ্য করে, যিনি নিজ পবিত্র আত্মা তোমাদিগকে প্রদান করেন।(১ থিষলনীকীয়। 4:3-5, 7-8)
ঈশ্বর চান আমরা যেন পবিত্রতায় জীবন যাপন করি তাঁর পবিত্র আত্মার চালনায়।
এখন হে ইস্রায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার কাছে কি চাহেন? কেবল এই, যেন তুমি আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় কর, তাঁহার সকল পথে চল ও তাঁহাকে প্রেম কর, এবং তোমার সমস্ত হৃদয় ও তোমার সমস্ত প্রাণের সহিত তোমার ঈশ্বর সদাপ্রভুর সেবা কর,(দ্বিতীয় বিবরণ। 10:12)।
প্রভু যীশু খ্রীষ্ট কি বলেছেন :-
আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে।” দ্বিতীয়টী এই, “তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।” এই দুই আজ্ঞা হইতে বড় আর কোন আজ্ঞা নাই।
(মার্ক। 12:30-31)
আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে।” দ্বিতীয়টী এই, “তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।” এই দুই আজ্ঞা হইতে বড় আর কোন আজ্ঞা নাই।
(মার্ক। 12:30-31)
তিনি বলিলেন, ‘মন ফিরাও, কেননা স্বর্গ-রাজ্য সন্নিকট হইল।’(মথি। 3:2)
উপসংহার:-
আইস, আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি; ঈশ্বরকে ভয় কর, ও তাঁহার আজ্ঞা সকল পালন কর, কেননা ইহাই সকল মনুষ্যের কর্ত্তব্য ।
(উপদেশক। 12:13)।
আইস, আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি; ঈশ্বরকে ভয় কর, ও তাঁহার আজ্ঞা সকল পালন কর, কেননা ইহাই সকল মনুষ্যের কর্ত্তব্য ।
(উপদেশক। 12:13)।
মহান পিতা ঈশ্বর তাঁর এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর আশীর্বাদ করুন।
আমেন।।
Comments
Post a Comment