কোন পথের যাত্রী আপনি (প্রথম ভাগ)

শেষ ভোজের রাত্রিতে প্রভু যীশু তাঁর শিষ্যদের বলেছিলেন,
📖"বৎসেরা, এখনও অল্পকাল আমি তোমাদের সঙ্গে আছি; তোমরা আমার অন্বেষণ করিবে, আর আমি যেমন যিহূদীদিগকে বলিয়াছিলাম, ‘আমি যেখানে যাইতেছি, সেখানে তোমরা যাইতে পার না,’ তদ্রূপ এখন তোমাদিগকেও বলিতেছি।"
(যোহন 13:33)

তখন শিমোন পিতর যীশুকে বলেছিলেন,
📖"শিমোন পিতর তাঁহাকে কহিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন? যীশু উত্তর করিলেন, আমি যেখানে যাইতেছি, সেখানে তুমি এখন আমার পশ্চাৎ যাইতে পার না; কিন্তু পরে যাইতে পারিবে।"
(যোহন 13:36)

এবং পরে প্রভু যীশু তাঁর শিষ্যদের হৃদয়ের উদ্বিগ্নতা দেখে বলেছিলেন,
📖"তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হউক; ঈশ্বরে বিশ্বাস কর, আমাতেও বিশ্বাস কর। আমার পিতার বাটীতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত, তোমাদিগকে বলিতাম; কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব, এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব; যেন, আমি যেখানে থাকি, তোমরাও সেখানে থাক। আর আমি যেখানে যাইতেছি, তোমরা তাহার পথ জান। থোমা তাঁহাকে বলিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন, তাহা আমরা জানি না, পথ কিসে জানিব? (যোহন 14:1‭-‬5)

প্রথমে প্রভু যীশু বলেছিলেন, "সেখানে তোমরা যাইতে পারোনা"। তারপরে পিতর কে বলেছিলেন, "আমি যেখানে যাইতেছি, সেখানে তুমি এখন আমার পশ্চাৎ যাইতে পার না; কিন্তু পরে যাইতে পারিবে।"
তারপরে দেখি যে তিঁনি বিস্তারিত ভাবে সেই পথের সন্ধান দিলেন যেখানে তিঁনি যাচ্ছেন। শুধু তাই নয়, কি জন্য তিঁনি যাচ্ছেন? কেন যাচ্ছেন? তাও বিস্তারিত ভাবে জানালেন।

🤔পথের ঠিকানা কি?
ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো

😇গন্ত্যবের স্থান কোথায় ?
"আমার পিতার বাটি"
🙄কি জন্য তিঁনি যাচ্ছেন ?
"আমাদের জন্য স্থান প্রস্তুত করতে।"
🤔কেন ?
"যেন আমরাও তাঁহার সাথে সেই স্থানে একসাথে থাকতে পারি
🕵️কিছু জিজ্ঞাসা থোমার মনের মধ্যে উঁকি ঝুঁকি মারতে লাগলো। সম্পূর্ণ ভাবে সে বুঝে উঠতে পারছে না। থোমা চিন্তা করতে লাগলো প্রভু চলে যাবার কথা কেন বলছে?
কোথায় চলে যাবে?
আমাদের এখন কি হবে?
আমরা তো সব কিছুই ছেড়ে প্রভুর কাছে এসেছি। আর এখন প্রভুই বলছেন যে, "আমাকে যেতে হবে, আমার যাবার সময় হয়ে এসেছে, তোমরা সেখানে যেতে পারোনা, কিন্তু পরে যেতে পারবে। আবার বলছে যে তোমরা তাহার পথ জানো আমি যেখানে যাইতেছি।"

থোমার মনের মধ্যে নানান ধরণের প্রশ্ন উঁকি মারছে। সে ঠিক বুঝে উঠতে পারছেনা। সে ভাবছে প্রভুকে ছেড়ে দিলে হবেনা। আমাদের কেও যেতেই হবে। কিন্তু কোথায় যাবে? থোমা পথ সমন্ধে ঠিক পরিষ্কার বুঝে উঠতে পারছে না। তাহলে যাবে কি ভাবে। তাই সে আর থাকতে না পেরে এবার প্রশ্ন করে বসলো।
📖"থোমা তাঁহাকে বলিলেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন, তাহা আমরা জানি না, পথ কিসে জানিব?"
(যোহন 14:5)

থোমা সম্পূর্ণ ভাবে নিশ্চিত হতে চাইছে সেই পথ সম্পর্কে, যেন কোনো ক্রমে ভুল পথে না চলে যায়। প্রভু যীশু থোমাকে ভালো করে বুঝিয়ে দিলেন:-
যীশু তাহাকে বলিলেন, আমিই পথ ও সত্য ও জীবন; আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না।
(যোহন 14:6)

এইবার ফিলিপের মনের মধ্যে কিছু প্রশ্নের জবাব খুঁজে পাওয়ার জন্য উঁকি মারতে লাগল।
📖যদি তোমরা আমাকে জানিতে, তবে আমার পিতাকেও জানিতে; এখন অবধি তাঁহাকে জানিতেছ এবং দেখিয়াছ।" (যোহন 14:7)

ফিলিপের প্রশ্ন:- আমরা প্রভুকে জেনেছি, তাঁর সঙ্গে সঙ্গে আছি, তাঁকে দেখছি। কিন্তু পিতা কে তো আমরা দেখিনি। কে এই পিতা যাঁর কাছে তিঁনি যাচ্ছেন? ফিলিপের খুব ইচ্ছা হলো পিতাকে জানার ও দেখার।
প্রভু যীশুর উত্তর :-
📖যীশু তাঁহাকে বলিলেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে কি জান না? যে আমাকে দেখিয়াছে, সে পিতাকে দেখিয়াছে; তুমি কেমন করিয়া বলিতেছ, পিতাকে আমাদের দেখাউন? তুমি কি বিশ্বাস কর না যে, আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন? আমি তোমাদিগকে যে সকল কথা বলি, তাহা আপনা হইতে বলি না; কিন্তু পিতা আমাতে থাকিয়া আপনার কার্য সকল সাধন করেন। আমার কথায় বিশ্বাস কর যে, আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন; আর না হয়, সেই সকল কার্য প্রযুক্তই বিশ্বাস কর।(যোহন 14:9‭-‬11)এবং এরপরের অংশে আমরা দেখি যে তিঁনি পিতা ঈশ্বর ও পবিত্র আত্মা সমন্ধে খুব ভালো করে তাঁর শিষ্যদের বুঝিয়েছেন। আমরা আর একবার যোহন 15 অধ্যায় থেকে 17 অধ্যায় পর্যন্ত্য প্রার্থনা সহকারে অধ্যায়ন করি যেন আমাদের মধ্যে কোনো রকম শঙ্কা না থেকে যায় ঈশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মার বিষয়ে

আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Which-way-are-you-a-passenger

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া