কোন পথের যাত্রী আপনি (দ্বিতীয় ভাগ)



এই ঘটনার কিছু দিন আগে যদি আমরা 10 অধ্যায়ে দেখি যোহন লিখিত সুসমাচারের। সেখানে লক্ষ্য করি যে, প্রভু যীশু একজন জন্মান্ধকে চক্ষু দেন। তখন ফরীশীদের মধ্যেও নানান ধরণের প্রশ্ন দেখা দিল।
১. সে ব্যক্তি অর্থাৎ যীশু ঈশ্বর হইতে আইসে না।
২. কেননা সে বিশ্রামবার পালন করেনা।
৩. সে পাপী।
৪. সন্দেহ -- এই ব্যক্তি জন্মান্ধ হতেই পারে না।
৫. যা তারা অর্থাৎ ফরীশীরা শুনেছে ও পড়েছে বা জেনেছে তা তারা বিশ্বাস করেছে আবার তার শিষ্যত্ব গ্রহণ করেছে। অর্থাৎ মোশির শিষ্যত্ব। (যোহন 9:29)

৬. যা তারা(ফরীশীরা) নিজের চোখে দেখেছে তা বিশ্বাস করতে পারছে না। শুধু তাইই নয়, তারা জানতেও চায়না ও বুঝতেও চায়না। (যোহন: 9:29-31)
কিন্তু সেই জন্মান্ধ ব্যক্তিটি ফরীসীদের মতন বিজ্ঞ না হলেও, কে এই যীশু তা বুঝতে তার বেশি দেরি হয়নি। প্রভু যীশু যখন তাকে প্রশ্ন করেছিলেন:
📖............তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করিতেছ?
সে উত্তর করিয়া কহিল, প্রভু, তিনি কে? আমি যেন তাঁহাতে বিশ্বাস করি।
যীশু তাহাকে কহিলেন, তুমি তাঁহাকে দেখিয়াছ; আর তিনিই তোমার সঙ্গে কথা কহিতেছেন। সে কহিল, বিশ্বাস করিতেছি, প্রভু; আর সে তাহাকে প্রণাম করিল। (যোহন 9:35‭-‬38)

আমরা কি প্রকার বিশ্বাস করি?
আমাদের প্রস্তুতি কি প্রকার তাঁর সেই অনন্ত রাজ্যে পিতার বাটিতে প্রবেশের জন্য?
আমরা এখন এই পৃথিবীতে বাস করছি। এখানে আমাদের চিরস্থায়ী জায়গা নয়। তবুও আমরা এখানে থাকাকালীন কত খোঁজ খবর, যাঁচাই করে দেখে নিই যেখানে আমি থাকছি বা জমি, বাড়ি কিনছি। তা সব কিছু একদম ঠিক আছে কিনা। পরে যেন কোনো প্রকার অসুবিধার মধ্যে না পড়ি।
আমরা যখন অস্থায়ী জায়গাতে বসবাস করার জন্য এত কিছু করি বা আমাদের সম্পূর্ণ জীবনটাই এই কাজের মধ্যে ব্যস্ত থাকে। তাহলে আমরা আমাদের অনন্তকালীন আবাস, পিতার বাটিতে, পরম পবিত্র স্থানে প্রবেশের জন্য কি করছি?
কি ভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি ? এই প্রস্তুতিই হলো আপনার বিশ্বাসের আসল প্রমান পত্র।

আমরা সেই ফরীশীদের ন্যায় অন্ধের মতন জীবন যাপন করছি না তো?
সেই ধনবান ব্যক্তির ন্যায় জীবন যাপন করছি না তো, যে লাসারকে আঙ্গুলের অগ্রভাগ জলে ডুবিয়ে জিহ্বা শীতল করার আকুল প্রার্থনা অব্রাহামের কাছে জানিয়েছিল?
আবার সেই ফরীশীদের মতন নয়তো যাদের প্রভু যীশু বলেছিলেন,
📖........তোমরা ফরীশীরা ত পানপাত্র ও ভোজনপাত্র বাহিরে পরিষ্কার করিয়া থাক, কিন্তু তোমাদের ভিতরে দৌরাত্ম্য ও দুষ্টতা ভরা। হা ফরীশীরা, ধিক্‌ তোমাদিগকে, কেননা তোমরা সমাজ-গৃহে প্রধান আসন, ও হাট বাজারে লোকদের মঙ্গলবাদ ভালবাস। ধিক্‌ তোমাদিগকে, কারণ তোমরা এমন গুপ্ত কবরের তুল্য, যাহার উপর দিয়া লোকে না জানিয়া যাতায়াত করে।(লূক 11:39‭, ‬43‭-‬44)
আবার সেই ধনবান ব্যক্তির মতোন নয়তো, যে আপন প্রাণ কে বলেছিল, প্রাণ, বহুবৎসরের নিমিত্ত তোমার জন্য ও এক দ্রব্য সঞ্চিত আছে; বিশ্রাম কর, ভোজন পান কর, আমোদ প্রমোদ কর। কিন্তু ঈশ্বর তাকে বললেন, "হে নির্বোধ, অদ্য রাত্রিতেই তোমার প্রাণ তোমা হইতে দাবি করিয়া লওয়া যাইবে, তবে তুমি এই যে আয়োজন করিলে, এ সকল কাহার হইবে"?

পিতরের প্রশ্ন ছিল, " প্রভু আপনি কোথায় যাইতেছেন ? কি জন্য এখন আপনার পশ্চাৎ যাইতে পারি না ?"
থোমার প্রশ্ন ছিল, "প্রভু আপনি কোথায় যাইতেছেন, তাহা আমরা জানিনা, পথ কিসে জানিব ?
ফিলিপের প্রশ্ন ছিল, "প্রভু পিতাকে আমাদের দেখাউন, তাহাই আমাদের যথেষ্ট।
তারা এই প্রশ্ন একে অপরকে করেনি। তাদের প্রশ্নের উত্তরের জন্য তারা প্রত্যেকে প্রভু যীশুর শরণাপন্ন হয়েছিল।
আপনি কি নিশ্চিত আপনার বিশ্বাস ও পরিত্রান নিয়ে? প্রভুর কাছে আসুন। তাঁর বাক্যের মধ্যে আপনার সব প্রশ্নের উত্তর আছে। শুধু তাই নয় পবিত্র আত্মা আপনাকে সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত। প্রভু কখনোই চান না তাঁর সন্তানেরা বিপথে চলে যায়। আমরা সমস্ত সত্য জেনেও যদি এখনও অন্ধের ন্যায় চলি, ফরীশী সদ্দুকিদের ন্যায় চলি কিংবা ধনবান ব্যক্তির ন্যায় চলি, তাহলে কি লাভ?

আমরা হয়তো ভাবি এখনো অনেক সময় আছে এই সমন্ধে নিশ্চিত হওয়ার জন্য। হ্যাঁ, সময় হয়তো আছে। কিন্তু মৃত্যু কারও জন্য অপেক্ষা করে থাকেনা। এবং আমরা কেউ জানিনা কখন আমার ডাক আসবে।
সুতরাং আমরা যেন সর্বদা নিজেদের প্রস্তুত রাখি, মৃত্যু যখন আসে আসুক। মৃত্যুই হলো সেই দরজা যে পথ দিয়ে আমি পিতার বাটিতে প্রবেশ করবো যদি আমি প্রস্তুত রাখি নিজেকে। তা না হলে ভুল স্থানে আমাদের গন্তব্য স্থান হতে পারে।

পিতা ঈশ্বর তাঁর এই বাক্যের মধ্যে দিয়ে আপনাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন ও সঠিক পথে চলতে সাহায্য করুন।
জয় যীশু
আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
Which-way-are-you-a-passenger

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া