একমাত্র বিশ্বাসে কি পরিত্রাণ বা উদ্ধার পাওয়া যায়, অথবা বিশ্বাসের সাথে কি কাজও যুক্ত করতে হবে?


উত্তর: এই প্রশ্নটি খ্রীষ্টিয় ঈশতত্বে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের কারণেই ধর্মীয় পুনঃসংস্কার হয়েছিল এবং ক্যাথলিক মন্ডলী ও প্রটেস্টান্ট মন্ডলী বিভক্ত হয়েছিল। এটাই অধিকাংশ ‘খ্রীষ্টিয়ানদের’ ভ্রান্ত মতের সাথে বাইবেলীয় খ্রীষ্টিয়ানদের মূল পার্থক্য। একমাত্র বিশ্বাসে কি পারিত্রাণ বা উদ্ধার পাওয়া যায়, অথবা বিশ্বাসের সাথে কি কাজও করে দেখাতে হবে? আমি কি শুধুমাত্র যীশুকে বিশ্বাস করে পরিত্রাণ বা উদ্ধার পেয়েছি, অথবা যীশুকে বিশ্বাস করে আমাকে কিছু করে দেখাতে হবে?

একমাত্র বিশ্বাস, অথবা বিশ্বাসের সাথে কি কাজও যুক্ত? এই প্রশ্ন সাপেক্ষে বাইবেলের বিভিন্ন অংশগুলোর মিল খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য। রোমীয় ৩:২৮, ৫:১ এবং গালাতীয় ৩:২৪ এর সাথে যাকোব ২:২৪ পদের তুলনা করা যেতে পারে। কেউ কেউ পৌলের লেখা (একমাত্র বিশ্বাসে পরিত্রাণ বা উদ্ধার) এবং যাকোবের লেখার (বিশ্বাসের সাথে কাজও যুক্ত) মধ্যে পার্থক্য দেখতে পান। পৌল নিশ্চিতভাবে বলতে চেয়েছেন, একমাত্র বিশ্বাসে ধার্মিক হওয়া যায় (ইফিষীয় ২:৮-৯), কিন্তু যাকোবের কথায় এটাই প্রকাশ পায় যে, বিশ্বাসের সাথে কাজও যুক্ত আছে। আসলে যাকোব ঠিক কি বলতে চেয়েছেন তা পরীক্ষা-নিরীক্ষা করে এই দৃশ্যমান সমস্যার উত্তর পাওয়া যেতে পারে। যাকোব বিশ্বাস সম্বন্ধে যুক্তি খন্ডন করে বুঝাতে চেয়েছেন যে, একজন ব্যক্তি ভাল কাজের কোন ফল না দেখালেও তার তো বিশ্বাস থাকতে পারে (যাকোব ২:১৭-১৮)। যাকোব যে বিষয়ের উপরে জোর দিয়েছেন তা হচ্ছে, খ্রীষ্টের উপরে খাঁটি বিশ্বাস জীবন পরিবর্তন করে এবং ভাল কাজের ফল উৎপন্ন করে (যাকোব ২:২০-২৬)। যাকোব একথা বলেন নাই যে, ধার্মিক হতে বিশ্বাসের সাথে কাজও যুক্ত আছে, বরং একজন ব্যক্তি যিনি সত্যি করে বিশ্বাসে ধার্মিক হয়েছেন, তাহলে তার জীবনে ভাল কাজও থাকবে। যদি একজন ব্যক্তি নিজেকে বিশ্বাসী বলে দাবী করে, কিন্তু তার জীবনে ভাল কাজ না থাকে, তাহলে স্বাভাবিকভাবে খ্রীষ্টের প্রতি তার বিশ্বাস খাঁটি নয় (যাকোব ২:১৪, ১৭, ২০, ২৬)

পৌল তার লেখায় ঠিক একই বিষয় লিখেছেন। ভাল ফলের বিশ্বাসীদের জীবনে যে ভাল ফল দেখতে পাওয়া উচিত, তা গালাতীয় ৫:২২-২৩ দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস দ্বারা পরিত্রাণ বা উদ্ধার পেয়েছি- কাজের দ্বারা নয় (ইফিষীয় ২:৮-৯), এই কথা বলার সাথে সাথে পৌল আমাদের বলেছেন যে, ভাল কাজ করার জন্যই আমাদের সৃষ্টি করা হয়েছে (ইফিষীয় ২:১০)। ঠিক যাকোব যেভাবে বলেছেন, সেভাবে পৌলও এক পরিবর্তিত জীবন আশা করেন: “যদি কেউ খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হল। তার পুরানো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে” (২ করিন্থীয় ৫:১৭)। পরিত্রাণ বা উদ্ধার পাবার বিষয়ে তাদের শিক্ষায় যাকোব এবং পৌল কোন দ্বিমত রাখেন নাই। তারা দু’জনেই একই বিষয় ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন। পৌল যেমন সহজভাবে ‘একমাত্র বিশ্বাসে ধার্মিক হওয়ার’ বিষয়ে জোর দিয়েছেন, অন্যদিকে যাকোব গুরুত্ব দিয়েছেন, খ্রীষ্টের উপরে খাঁটি বিশ্বাস থাকলে তা ভাল ফল উৎপন্ন করে।

আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
আপনার অনুদান পাঠানোর জন্য ক্লিক করুন নিচে দেওয়া Donate অপশানে 

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া