পবিত্র আত্মার উদ্দেশ্য

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
প্রেরিতদের কার্য্য 1:4‭-‬5 & 2:1‭-‬4
📖আর তিনি তাঁদের সঙ্গে মিলে এই নির্দেশ দিলেন, তোমরা যিরুশালেম থেকে বাইরে যেও না, কিন্তু পিতার প্রতিজ্ঞা করা যে দানের কথা আমার কাছে শুনেছ, তাঁর অপেক্ষা কর। কারণ যোহন জলে বাপ্তিষ্ম দিতেন, কিন্তু তোমরা কিছুদিন পর পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে।
এর পরে যখন পঞ্চশত্তমীর ইহুদীদের নিস্তারপর্ব্ব ভোজের পরে পঞ্চাশতম দিন কে পঞ্চশত্তমীর দিন বলে৷ দিন এলো, তাঁরা সবাই একমনে, এক জায়গায় মিলিত হয়ে প্রার্থনায় ছিলেন। তখন হঠাৎ স্বর্গ থেকে প্রচণ্ড গতির বায়ুর শব্দের মত শব্দ এলো, যে ঘরে তাঁরা বসে ছিলেন, সেই ঘরের সব জায়গায় তা ছড়িয়ে পড়ল। এবং জিভের মত দেখতে এমন অনেক আগুনের শিখা তাঁরা দেখতে পেলেন এবং সেগুলো তাঁদের প্রত্যেকের উপর অবস্থিতি করল। তারফলে তাঁরা সবাই পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন, আত্মা যাকে যেমন যেমন ভাষা বলার শক্তি দিলেন, সেভাবে তাঁরা অন্য অন্য ভাষায় কথা বলতে আরম্ভ করলেন।
প্রভু যীশু খ্রীষ্ট পুনরুত্থিত হওয়ার পর অনেক প্রমান দ্বারা নিজেকে জীবিত দেখালেন এবং 40 দিন পর্যন্ত তাঁর শিষ্য দের এবং অন্যান্যদের দেখা দিলেন ও ঈশ্বরের রাজ্যের বিষয় নানান শিক্ষা দিলেন। তিঁনি স্বর্গারোহনের পর, এই সুসমাচার প্রচারের কাজ যেন স্থগিত হয়ে না যায়, পৃথিবীর প্রান্ত পর্যন্ত যেন সুসমাচার ছড়িয়ে পড়ে সে বিষয়ে তিঁনি তাঁর শিষ্যদের সচেতন করে বললেন, "তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হইবে, শক্তি প্রাপ্ত হইবে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে"
লক্ষ্যনীয় বিষয় পেন্টিকোস্টে দুটি বড় পরিবর্তন হয়েছিলপ্রথম পরিবর্তনটি ঘটেছিল শিষ্যদের ক্ষেত্রে। আপনি যদি শাস্ত্রে লক্ষ্য করেন দেখতে পাবেন যে শিষ্যরা যদিও যীশুকে তাদের ত্রাণকর্তা হিসাবে বিশ্বাস করেছিলেন, তবে তারা এখনও সমস্ত ধরণের বিভিন্ন বিষয়ে খুব বিভ্রান্ত ছিলেন। তারা এখনও যীশুর মিশন, কেন তিনি পৃথিবীতে এসেছিলেন তা পুরোপুরি বুঝতে পারেন নি। তারা এখনও ভাবছিল যে যীশু কোনও পার্থিব রাজা হবেন কি না। তারা বিভ্রান্ত হয়েছিল এবং ফলস্বরূপ, তারা ভীরু ছিল ও হতাশ হয়ে পড়েছিল। তারা ভেবেছিল যে তিনি যিরুশালামে যাচ্ছেন হয়তো এবার তিনি রাজা হয়ে রাজত্ব করবেন।
প্রভু যীশু বলেছিলেন যে তিঁনি চলে যাওয়ার পরে কাউকে তাদের কাছে প্রেরণ করবেন।তাই শিষ্যরা বেশ বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তারা অন্যদের সাথে সুসমাচারটি ভাগ করে নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিল না। আর কী ভাবেই বা হতে পারে, তারা নিজেরাইতো পুরোপুরি বুঝতে পারে নি ।
সেই দিন পঞ্চশত্তমীর দিন তারা সবাই একমনে, এক জায়গায় মিলিত হয়ে প্রার্থনায় ছিলেন। তখন হঠাৎ স্বর্গ থেকে প্রচণ্ড গতির বায়ুর শব্দের মত শব্দ এলো, যে ঘরে তারা বসে ছিলেন, সেই ঘরের সব জায়গায় তা ছড়িয়ে পড়ল। এবং জিভের মত দেখতে এমন অনেক আগুনের শিখা তারা দেখতে পেলেন এবং সেগুলো তাদের প্রত্যেকের উপর অবস্থিতি করল। তারফলে তারা সবাই পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন, আত্মা যাকে যেমন যেমন ভাষা বলার শক্তি দিলেন, সেভাবে তাঁরা অন্য অন্য ভাষায় কথা বলতে আরম্ভ করলেন। তারা আগে কখনও শিখেনি এমন বিদেশী ভাষায় ঈশ্বরের প্রশংসা এবং সুসমাচার প্রচার করার সময় সেই জনতা শুনতে পেল নিজের নিজের ভাষায়, যারা সারা পৃথিবী থেকে এসেছিল সে সময় যিরুষালেমে পেন্টিকস্ট উৎসব মানাতে।তখন পিতর উঠে দাঁড়িয়ে জনতাকে সম্বোধন করলেন - তিনি একটি সুন্দর উপদেশ দিলেন যা ঈশ্বরের পবিত্র আত্মা তাঁকে প্রচার করার জন্য অনুপ্রাণিত করেছিলেন, এমন একটি উপদেশ যা এক দিনে প্রায় 3000 লোককে রূপান্তরিত করে।
পেন্টিকোস্টে ঘটে যাওয়া পরিবর্তনগুলি কি আপনি দেখতে পাচ্ছেন? শিষ্যরা আর বিভ্রান্ত হননি। এখন তারা মুক্তির পরিকল্পনা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছিল।তারা আর সাহসীই ছিল না।এখন, তারা আত্মবিশ্বাসী ছিল, প্রকাশ্যে কথা বলছিল।পিতর সম্পর্কে চিন্তা করুন - দুই মাস আগে তিনি এত ভয় পেয়েছিলেন যে তিনি যীশুকে তিনবার অস্বীকার করেছিলেন। এখন তিনি আত্মবিশ্বাসের সাথে জনতার সাথে কথা বলছিলেন যা এর আগে কখনও হয়নি।
পেন্টেকোস্টে আরও একটি পরিবর্তন ঘটেছিল। পিতর তাঁর উপদেশ প্রচার করার পরে, 3000 লোক বিশ্বাসে এসেছিল এবং বাপ্তিস্ম নিয়েছিল। আমরা জানি যে সেই দিন যিরুশালেমে প্রচুর মানুষে ভরা ছিল পেন্টিকস্টের উৎসবের কারণে। তাদের মধ্যে 3000 যারা যীশু খ্রীষ্টকে বিশ্বাস করেন নি, তাদের সেই দিন পরিবর্তন করা হয়েছিল। এখন এই লোকেরা জানতে পারলো যে কীভাবে স্বর্গে যেতে হবে। এখন তারা বুঝতে পারল যে তারা ঈশ্বরের সাথে শান্তিতে রয়েছে। এখন তারা জানত যে যীশু তাদের ত্রাণকর্তা।
আমাদের বিশ্বের আজ পরিবর্তন প্রয়োজন। এমন অনেক লোক আছে যারা যীশু খ্রীষ্টকে বিশ্বাস করে না, যারা স্বর্গের রাস্তা জানে না।এবং পরিবর্তনের প্রয়োজন এমন অনেক খ্রীষ্টান যারা এই শিষ্যদের মতো পেন্টিকোস্টের আগে ছিলেন - বিভ্রান্ত, দুর্বল
প্রেরিতদের কার্য বিবরণী - সাধু লুকের লেখা এই পুস্তকের মধ্যে দুটি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে। 
প্রথমতঃ খ্রীষ্টের সাক্ষী হতে বলা হয়েছে - 31 বার উল্লেখ আছে
দ্বিতীয়তঃ আমাদের জীবন পবিত্র আত্মার ধারাবাহিক ভূমিকা - 56বার উল্লেখ করা হয়েছে
পবিত্র আত্মা আসার একটাই উদ্দেশ্য - ঈশ্বরের রাজ্যের বৃদ্ধি -- পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত যেন সুসমাচার ছড়িয়ে যায়।
পবিত্র আত্মায় পূর্ণ হওয়া এর মানে এই নয় যে অন্য অন্য ভাষায় কথা বলা। যে ভাষা কেউই বোঝেনা, সামান্য কয়েকটি শব্দ মুখস্ত করে চিৎকার করা। আজকাল অনেক মণ্ডলীতে যা দেখতে পাওয়া যায়। অনেক মণ্ডলীতে এই বিশেষ দিনটি Penticost Day বলে পালন করা হয় উপবাসের সাথে। তারপরে অন্য ভাষায় কথা বলা যা কেউ বোঝেনা, কিছু শব্দ মুখস্ত করে চিৎকার, হাত তুলে লাফালাফি সে এক বিস্ময়কর পরিস্থিতি। জানিনা এটা কোন ধরণের Penticost Day.
পবিত্র আত্মার অবতরণ - এক বিশেষ কাজ - ঈশ্বরের রাজ্যের সুসমাচারের সাক্ষী পৃথিবীর প্রান্ত পর্যন্ত্য। তার জন্য যে শক্তি, জ্ঞান ও বুদ্ধির প্রয়োজন, যে সমস্ত দানের প্রয়োজন তা পবিত্র আত্মা পূর্ণ করেন। উদ্দেশ্য একটাই ঈশ্বরের রাজ্যের বৃদ্ধি। পবিত্র আত্মা আমাদের কে সাহায্য করার জন্য, সাক্ষী হওয়ার জন্য, ক্ষমতা দেওয়ার জন্য, ঈশ্বরের বিস্ময়কর কাজের ঘোষণা করার জন্য সেই সকল ভাষায় কথা বলার জন্য যে ভাষা মানুষ বোঝে তা দেওয়া হয়েছিল যেন ঈশ্বরের রাজ্যের বৃদ্ধি পায়।
আজ সেই উদ্দেশ্যের কোথাও যেন একটু ফাটল ধরেছে যার ফলে ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির বদলে ভ্রান্ত শিক্ষার বৃদ্ধি বেশি হচ্ছে।
পবিত্র আত্মা ছাড়া আমরা খ্রীষ্টে বিজয়ী জীবন যাপন করতে পারিনা। পবিত্র আত্মা পাওয়ার জন্য বা আত্মায় পূর্ণ হওয়ার জন্য আপনাকে বিশেষ কোনো দিন, বিশেষ কোনো প্রার্থনা সভায় যোগদান, উপবাস ইত্যাদি এসবের কোনো প্রয়োজন নেই।
ঈশ্বরের বাক্য বলে :-
📖 তখন তিনি আমাদের ধার্মিকতার জন্য নয়, কিন্তু নিজের স্নেহ ও দয়াতে, নতুন জন্মের দ্বারা আমাদের অন্তর ধুয়ে পরিষ্কার করলেন ও পবিত্র আত্মায় নতুন করে আমাদেরকে রক্ষা করলেন, (তীত 3:5)
📖খ্রীষ্টেতে থেকে তোমরাও সত্যের বাক্য, তোমাদের মুক্তির সুসমাচার, শুনে এবং তাতে বিশ্বাস করে সেই প্রতিজ্ঞার পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছ; (ইফিষীয় 1:13)
অর্থাৎ যেদিন আপনি খ্রীষ্টকে গ্রহণ করেছেন, উদ্ধার পেয়েছেন, সেই দিনই আপনি পবিত্র আত্মা পেয়ে গেছেন।
১. পবিত্র আত্মা কেন আপনাকে দেওয়া হয়েছে?
২.কি উদ্দেশ্য নিয়ে পিতা ঈশ্বর আপনাকে পবিত্র আত্মা দিয়েছেন?
৩.পবিত্র আত্মা আপনাকে দিয়ে কি করাবেন এই জগতে?
উপরোক্ত তিনটি প্রশ্নের উত্তর হলো:- "যীশুর রাজ্যের কাজের জন্য।"
আপনি যা কিছু করছেন তার মধ্যে দিয়ে কি প্রভু যীশুর নাম মহিমান্বিত হচ্ছে?
ঈশ্বরের রাজ্যের বৃদ্ধি হচ্ছে?
আমি কি সাক্ষী হতে পেরেছি প্রভুর জন্য?
এই বছরে Penticost Sunday 31/5/2020 এই প্রশ্নের উত্তর দ্বারা আসুন আমরা নিজেদের যাঁচাই করি।
বৃথা ধার্মিক রীতিনীতি পালনের মধ্যে দিয়ে আমি পবিত্র আত্মাকে দুঃখ তো দিচ্ছি না?
সাধু পৌল তাঁর পত্রে লিখেছেন :
📖আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করো না, যার দ্বারা তোমার মুক্তির দিনের র অপেক্ষায় মুদ্রাঙ্কিত হয়েছ। (ইফিষীয় 4:30)
একটি গুরুত্বপূর্ণ বিষয় যেদিন আপনি যীশুকে গ্রহণ করেছেন সে দিনই যীশু খ্রীষ্ট আপনাকে অভিষেক করেছেন (1যোহন 2:20) এবং তিঁনি আমাকে পাঠিয়েছেন এই জগতে যেন আমি তাঁকে মহিমান্বিত করতে পারি, আর এই জন্যই তিঁনি সহায়ক রূপে পবিত্র আত্মা দ্বারা আমাকে পূর্ণ করেছেন। (যোহন 20:21)
পবিত্র আত্মা তাঁর কাজ করে চলেছেন এবং খুব শীঘ্রই তিঁনি তাঁর মণ্ডলীকে নিয়ে মধ্য আকাশে প্রভুর সাথে মিলিত হবেন।
আমি কি করছি?
পিতা ঈশ্বর তাঁর এই বাক্যের দ্বারা আপনাকে পবিত্র আত্মায় পূর্ণ করে তাঁর রাজ্যের বৃদ্ধিতে সাহায্য করুন এবং সমস্ত রকমের ভ্রান্ত শিক্ষা থেকে রক্ষা করুন।
জয় যীশু।
আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
আপনার অনুদান পাঠানোর জন্য ক্লিক করুন নিচে দেওয়া Donate অপশানে 

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া