পশ্চাতাপ + যীশুর রক্ত = ধার্মিক (দ্বিতীয় ভাগ)

2. ঈশ্বর ভয় ::-

প্রথম পর্বে আলোচ্য বিষয় ছিল শান্তির পথ থেকে কিভাবে দূরে সরে যাচ্ছি আমরা। এখন আমরা ঈশ্বর ভয় এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো ঈশ্বরের বাক্য থেকে।
সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ; অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। (হিতোপদেশ। 1:7 )
ঈশ্বরকে ভয় করা বা ঈশ্বর ভয় বলতে বাইবেল কি বলে?
এই ভয় সম্পর্কে শাস্ত্রে 300 বারের বেশি উল্লেখ করা হয়েছে।
যেমন আমরা জানি, ভয় একটি ইতিবাচক বা নেতিবাচক আবেগ হতে পারে। একটি স্বাস্থ্যকর ভয় আমাদের সমস্যা ও বিপদ থেকে দূরে রাখবে। এটি বিশেষত সতর্ক ও পবিত্র ভয় এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধার সাথে। তবুও এক কাপুরুষোচিত ধরণের ভয় রয়েছে যা মানুষকে ভুল পথে ফিরিয়ে দেয়, যা বাইবেল নিন্দা করে।
প্রভু যীশু বলেছেন:-
"আর যাহারা শরীর বধ করে, কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না; কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাঁহাকেই ভয় কর।" (মথি। 10:28 )
ঈশ্বরকে ভয় করা ভাল কারণ এটি আমাদের নিজের পাপী প্রকৃতির দিকে রক্ষা করতে বাঁচায়।
রাজা দায়ূদ তাঁর গীতে লিখেছেন :-
"তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। ধন্য সেই জন, যে সদাপ্রভুকে ভয় করে, যে তাঁহার আজ্ঞাতে অতিমাত্র প্রীত হয়। তাহার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে; সরল লোকের গোষ্ঠী ধন্য হইবে।" ( গীতসংহিতা । 112:1‭-‬2)
"সদাপ্রভু তাহাদিগেতে সন্তুষ্ট, যাহারা তাঁহাকে ভয় করে, যাহারা তাঁহার দয়ার অপেক্ষায় থাকে।" (গীত:147:11)
যিহোশুয়ো ইস্রায়েলীদের সদাপ্রভুকে ভয় করতে এবং সমস্ত বিশ্বস্ততার সাথে তাঁর সেবা করতে উৎসাহ দেয়। (যিহোশুয়ো 24:14)
সদাপ্রভু নিজে কি বলেছেন মোশির মারফৎ দেখুনঃ-
আহা, সর্ব্বদা আমাকে ভয় করিতে ও আমার আজ্ঞা সকল পালন করিতে যদি উহাদের এইরূপ মন থাকে, তবে উহাদের ও উহাদের সন্তানদের চিরস্থায়ী মঙ্গল হইবে। (দ্বিতীয় বিবরণ। 5:29)
আর সদাপ্রভু আমাদিগকে এই সমস্ত বিধি পালন করিতে, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিতে আজ্ঞা করিলেন, যেন যাবজ্জীবন আমাদের মঙ্গল হয়, আর তিনি অদ্যকার মত যেন আমাদিগকে জীবিত রাখেন। (দ্বিতীয় বিবরণ। 6:24)
কোনো ব্যক্তি যখন সদাপ্রভুকে ভয় করে তখন কি হয়?
তখন বোঝা যায় যে সে প্রভুকে জানতে শুরু করেছে। তখন সে পাপ থেকে সরে পবিত্র জীবন যাপন করবে। তখন গভীর আশ্বাসে পূর্ণ হবে। তখন সে সত্যিকারের আনন্দ এবং তৃপ্তি অনুভব করবে। তখন সে শৃঙ্খলাবদ্ধ ভাবে জীবন যাপন করবে। তখন সে তার মন কে সম্পূর্ণ রূপে মনোনিবেশ করবে ঈশ্বরের বাক্যে।
তখন সে নিজেই ধীরে ধীরে যীশুর মতো হয়ে উঠবে।
ঈশ্বর ভয় হলো ঈশ্বর দত্ত উপহার বা তাঁর পক্ষ থেকে একটি উপহার। যা ধার্মিকতা ও নম্রতা প্রকাশ করে। আনুগত্য জাগ্রত করে। ঈশ্বরীয় সাহস বিকাশ করে। আমাদের পাপ থেকে দূরে থাকতে বা পাপ এড়াতে সাহায্য করে। ঐশ্বরিক নেতৃত্ব কে উৎসাহ দেয় এবং ঈশ্বরের প্রতি ভালোবাসার দিকে পরিচালিত করবে।
বর্তমান মণ্ডলীতে এই ঈশ্বরভয় প্রায় বিলীন হতে চলেছে যার ফলে খ্রীষ্ট বিশ্বাসী বিজয়ী জীবন যাপনে ব্যর্থ হচ্ছে। এই সুযোগে শয়তান তার বীজ বপন করে চলে যাচ্ছে এবং প্রচুর মণ্ডলী ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে এবং ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কোনো বৃদ্ধি নেই। হ্যাঁ, দিয়াবলের কার্য ও শিক্ষার বৃদ্ধি খুব ভালো ভাবে হচ্ছে।
প্রথম শতাব্দীর মন্ডলীর ইতিহাস দেখলে তাঁদের বৃদ্ধির কারণ আমরা দেখি ঈশ্বর ভয় ও পবিত্র আত্মার চালনা।
📖 এরপরে যিহূদিয়া, গালীল ও শমরিয়ার সর্বত্র মণ্ডলী শান্তি উপভোগ করছিল ও তা শক্তিশালী হচ্ছিল। তারা প্রভুর ভয়ে দিনযাপন করে ও পবিত্র আত্মার দ্বারা প্রেরণা লাভ করে সংখ্যায় বৃদ্ধিলাভ করছিল। (প্রেরিত 9:3)
আসুন আজ থেকেই আমরা শান্তির পথে যা প্রভু যীশু হতে আসে সেই পথে চলি ঈশ্বর ভয়ের সাথে যেন আমরা তাঁর মনের মতোন হয়ে পবিত্র আত্মার চালনায় খ্রীষ্টে বিজয়ী জীবন যাপনে সমর্থ হই। এবং প্রভু যীশুর এই বাক্য যেন সর্বদা আমরা হৃদয়ে গেঁথে রাখি, " আর যাহারা শরীর বধ করে, কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না; কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাঁহাকেই ভয় কর।"
পিতা ঈশ্বর তাঁর এই বাক্যের দ্বারা আপনাকে প্রচুর আশীর্বাদ করুন। জয় যীশু
আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
আপনার অনুদান পাঠানোর জন্য ক্লিক করুন নিচে দেওয়া Donate অপশানে 
Repentance + Blood of Jesus = Righteous (Part II)


Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া