আত্মিক বৃদ্ধি কী?

উত্তর: আত্মিক বৃদ্ধি হলো আরও বেশী করে যীশুর মত হয়ে উঠার একটি প্রক্রিয়া। আমরা যখন যীশুর উপর আমাদের বিশ্বাস স্থাপন করি তখন পবিত্র আত্মা আমাদের যীশুর মত করে তৈরী করার এবং তাঁর প্রতিরূপ হওয়ার প্রক্রিয়া আমাদের মধ্যে শুরু করেন। খু্ব সম্ভব ২পিতর ১:৩-৮ পদে সবচেয়ে ভালভাবে আত্মিক বৃদ্ধিকে বর্ণনা করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে, ঈশ্বরের মত করে জীবন যাপনের জন্য “আমাদের যা কিছু প্রয়োজন তার সব কিছু” আমরা ঈশ্বরের শক্তিতে লাভ করে থাকি, আর এটি হচ্ছে আত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার একটি পন্থা বা উপায়। লক্ষ্য করুন যে, আমাদের যা কিছু দরকার তা “তাঁকে গভীরভাবে জানবার মধ্য দিয়ে” আসে। আর এটিই হচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিস অর্জন করার একটি প্রধান বিষয়। ঈশ্বরকে জানবার জন্য যে জ্ঞানের দরকার তা তাঁর বাক্য থেকে আসে যা আমাদের আধ্যাত্মিক পরিশুদ্ধতা লাভ ও আত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য দেওয়া হয়েছে।


গালাতীয় ৫:১৯-২৩ পদের মধ্যে দু’টি তালিকা লক্ষ্য করা যায়। ১৯-২১ পদের মধ্যে “মাংসের বা পাপ-স্বভাবের কাজ”-র কথা বলা হয়েছে। এখানে উল্লেখিত বিষয়গুলো পরিত্রাণ বা উদ্ধার লাভের জন্য খ্রীষ্টের কাছে আসার পূর্বে আমাদের জীবন কেমন ছিল তা চিহ্নিত করে। মাংসের কাজগুলো হলো এমন যার জন্য আমাদের স্বীকারোক্তি দিতে হয়, অনুতপ্ত হতে হয় এবং এগুলোকে জয় করতে ঈশ্বরের সাহায্যের জন্য প্রার্থনা করতে হয়। দ্বিতীয় তালিকাটি হলো “আত্মার ফল”-র তালিকা (২২-২৩ পদ)। এগুলো এখন আমাদের জীবনকে এমনভাবে বৈশিষ্ট্যমন্ডিত করে যে, আমরা ইতোমধ্যে যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে পরিত্রাণের অভিজ্ঞতা লাভ করেছি। আত্মার ফল দিয়েই আধ্যাত্মিক বৃদ্ধিকে চিহ্নিত করা হয়ে থাকে যা কোন বিশ্বাসীর জীবনে দ্রুতগতিতে সুস্পষ্টভাবে প্রতিভাত হয়ে ওঠে।

পরিত্রাণের পরিবর্তন বা রূপান্তর যখন কোথাও স্থান অধিকার করে তখন সেখানে স্বয়ংক্রিয়ভাবে আত্মিক বৃদ্ধি ঘটার কাজ শুরু হয়ে যায়। এ সময় পবিত্র আত্মা আমাদের সাথে বাস করেন (যোহন ১৪:১৬-১৭ পদ)। খ্রীষ্টেতে আমরা নতুনভাবে সৃষ্ট হই (২করিন্থীয় ৫:১৭ পদ)পুরাতন পাপময় স্বভাবগুলো নতুন হয়ে ওঠে, অর্থাৎ আমাদের স্বভাবগুলো খ্রীষ্টের স্বভাবের মত হয়ে ওঠে (রোমীয় ৬-৭ অধ্যায়)আধ্যাত্মিক বৃদ্ধি হলো সারা জীবনভর ঘটে যাওয়া একটি প্রক্রিয়া বিশেষ যা ঈশ্বরের বাক্য অধ্যয়ন এবং তা প্রয়োগ করার উপর (২তীমথিয় ৩:১৬-১৭ পদ) এবং আত্মাতে চলার উপর (গালাতীয় ৫:১৬-২৬ পদ) নির্ভর করে। যেহেতু আমরা আত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য এটির অন্বেষণ করি সেহেতু আমাদের উচিত ঈশ্বরের কাছে প্রার্থনা করা এবং তাঁর ইচ্ছানুযায়ী কোন কোন ক্ষেত্রে আমাদের বৃদ্ধি পাওয়া প্রয়োজন তা জানবার জন্য তাঁর কাছে জ্ঞান বা প্রজ্ঞা চাইতে হবে। আমাদের বিশ্বাস ও জ্ঞান-বুদ্ধি যাতে বৃদ্ধি পায় সেজন্য আমরা তাঁর কাছে প্রার্থনা উৎসর্গ করতে পারি। ঈশ্বর চান যেন আমরা আত্মিকভাবে বৃদ্ধি পাই, কারণ আত্মিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য যা যা প্রয়োজন তার সব কিছু তিনি আমাদের দিয়েছেন। পবিত্র আত্মার সাহায্যে আমরা পাপের উপর জয় লাভ করতে পারি এবং আরও দৃঢ়রূপে ও উপযুক্তভাবে আমরা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রীষ্টের মত হয়ে উঠি।
আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
আপনার অনুদান পাঠানোর জন্য ক্লিক করুন নিচে দেওয়া Donate অপশানে 

Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া