তোমরা জগতের জ্যোতি
"তাহা দেখিয়া সকলে বচসা করিয়া বলিতে লাগিল, ইনি এক জন পাপীর ঘরে রাত্রি যাপন করিতে গেলেন।" (লুক। 19:7)
প্রভু যীশু পাপ কে ঘৃণা করেন কিন্তু তিঁনি পাপী কে ভালোবাসেন। আমরা সুসমাচারে তাঁর জীবন কাহিনী তে লক্ষ্য করি যে তিঁনি কখনও পাপীদের কে ভর্ৎসনা করেন নি। তিঁনি তাদের ভালোবাসা দিয়ে জয় করেছিলেন। তাঁর সান্নিধ্যে যত পাপীতাপী মানুষ আসতো তারা রূপান্তর হয়ে যেত। উপরোক্ত পদটি তে আমরা দেখি যে তিঁনি সক্কেয়, যিনি একজন প্রধান করগ্রাহী ছিলেন, ধনবান ছিলেন, সে দরিদ্রদের ঠকিয়ে তাদের কাছ থেকে অর্থ সম্পত্তি হরণ করেছিল। সে ভালো মানুষ ছিলোনা। সে সময় করগ্রাহী দের পাপী মানুষ বলে চিহ্নিত করা হতো। অর্থাৎ সে ভীষণ পাপী মানুষ ছিলো। তাই প্রভু যীশু যখন সক্কেয়কে বলেছিলেন, "সক্কেয় শীঘ্র নামিয়া আইস, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে।" তখন সেখানে উপস্থিত সকলে উপরোক্ত
মন্তব্যটি করেছিল।

এরপরে আমরা দেখি যে সেই করগ্রাহী সক্কেয় কিভাবে পরিবর্তন হয়ে গিয়েছিলো। প্রভু কিন্তু তাকে কিছুই বলেন নি।
প্রভু যীশু আমাদের কি বলেছেন দেখুনঃ-
"তোমরা জগতের দীপ্তি; পর্ব্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।" (মথি। 5:14,16)
আজ আমাদের জীবন যাত্রা দেখে কেউ কি আমাদের পিতা ঈশ্বরের গৌরব করছে?
আমাদের জীবন যাত্রা, কার্য কলাপ কি কারও জীবনে প্রভাব বিস্তার করেছে?
হয়তো আমরা নিজেরাই এখনও সঠিকভাবে প্রভুর পথে চলতে পারছিনা। জগতের মানুষের সাথে আমার কোনো পার্থক্যই খুঁজে পাওয়া যায়না। একই জীবন যাত্রা ও কার্য কলাপ।
অর্থাৎ সুসমাচার এখনও পর্যন্ত আমার জীবনে কোন প্রভাব বিস্তার করতে পারেনি। হতে পারে আমি নিয়মিত চার্চে, প্রার্থনা সভায় যোগ দিচ্ছি। হতে পারে মন্ডলীর সমস্ত কার্যকলাপের সাথে যুক্ত আছি। হতে পারে আমি নিয়মিত প্রভুর ভোজ গ্রহণ করছি। কিন্তু দুঃখের বিষয় এই যে আমি এখনও পর্যন্ত সুসমাচারের আজ্ঞাবহ হতে পারিনি। আমি আমার জীবন কে পরিবর্তন করতে পারিনি। আমি যদি নিজেই পরিবর্তন না হতে পারি, তাহলে কিভাবে আমি অন্যকে সুসমাচার দিতে পারি। কিন্তু আমরা দিচ্ছি ফলে সেই সুসমাচার অন্যের জীবনে প্রভাবশালী হতে পারছে না। কোনো পরিবর্তন আসছে না।
প্রভু যীশু বলেছেন, "তোমরা পৃথিবীর লবণ"।
হ্যাঁ, তিঁনি আবার এও বলেছেন যে, " কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তাহা কি প্রকারে লবণের গুণবিশিষ্ট করা যাইবে? তাহা আর কোন কার্য্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়।" (মথি। 5:13)
হয়তো আমরা স্বাদবিহীন লবণে পরিণত হয়েছি। যার ফলে আমরা কোনো কিছুকেই স্বাদযুক্ত করে তুলতে পারছিনা।
সময় বয়ে চলেছে, বিনা স্বাদযুক্ত লবণ কোনো কাজেই লাগেনা, ফলে তা বাইরে ফেলে দেওয়া হবে যা লোকের পায়ের তলায় মাড়াবার যোগ্য।
প্রভু যীশু কিন্তু এবার আসছেন পাপীদের ভালোবাসা দিতে নয়, বরং পাপের সাথে পাপীদের উচ্ছেদ করতে এই পৃথিবী থেকে।
তাই প্রভু যীশু বলেছেন:-
অতএব তোমাদের স্বর্গীয় পিতা যেমন সিদ্ধ, তোমরাও তেমনি সিদ্ধ হও।
মথি। 5:48
Comments
Post a Comment