যীশুর নামে এই প্রার্থনা চাই-এর অর্থ কী?

উত্তর: এমন অনেকে আছেন যারা বিশ্বাস করেন যে, উত্তরদানকারী প্রার্থনা হলো ঈশ্বর কর্তৃক আমাদের প্রার্থনায় উল্লেখিত অনুরোধসমূহের নিশ্চয়তা দান যা আমরা তাঁর কাছে উৎসর্গ করে থাকি। যদি কোন প্রার্থনার উত্তর না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে, এটি “উত্তরদানকারী প্রার্থনা নয়।” যাহোক, প্রার্থনা সম্বন্ধে এটি একটি ভুল ধারণা। ঈশ্বর তাঁর কাছে সঠিকভাবে উৎসর্গীকৃত সব প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। কখনও কখনও ঈশ্বরের কাছ থেকে আসা উত্তর এমন হয় “না” অথবা “অপেক্ষা কর” ইত্যাদি ধরনের। ঈশ্বর কেবলমাত্র তাঁর ইচ্ছানুযায়ী করা প্রার্থনার উত্তরদানের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। “ঈশ্বরের উপর আমাদের এই নিশ্চয়তা আছে যে, তাঁর ইচ্ছামত যদি আমরা কিছু চাই তবে তিনি আমাদের কথা শোনেন। যদি আমরা জানি, আমরা যা কিছু চাই তা তিনি শোনেন তবে এও জানি যে, আমরা তাঁর কাছ থেকে যা চেয়েছি তা আমাদের পাওয়া হয়ে গেছে (১যোহন ৫:১৪-১৫ পদ)

এখন প্রশ্ন হলো, ঈশ্বরের ইচ্ছানুযায়ী প্রার্থনা করার অর্থ কী? ঈশ্বরের ইচ্ছানুযায়ী প্রার্থনা করা হলো- এমন কিছুর জন্য মিনতি বা অনুরোধ করা যা ঈশ্বরকে সম্মানিত এবং মহিমান্বিত করে। অথবা এমন কিছুর জন্য প্রার্থনা করা যা ঈশ্বরের ইচ্ছাগুলো কেমন তা আমাদের কাছে প্রকাশ করে। আমরা যদি এমন কিছুর জন্য প্রার্থনা করি যা ঈশ্বরকে গৌরবান্বিত করে না কিংবা সেগুলো আমাদের জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা নয় তাহলে আমাদের চাওয়া জিনিসগুলো ঈশ্বর আমাদের দেবেন না। আমরা কিভাবে ঈশ্বরের ইচ্ছা বা আকাঙ্খা জানতে পারি? ঈশ্বর আমাদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে, আমরা যখন তাঁর কাছে জ্ঞান বা বুদ্ধি চাই তখন তিনি আমাদের তা অকাতরে দিয়ে থাকেন। যাকোব ১:৫ পদে বলা হয়েছে, “তোমাদের মধ্যে যদি কারও জ্ঞানের অভাব থাকে তবে সে যেন ঈশ্বরের কাছে চায়, আর ঈশ্বর তাকে তা দেবেন, কারণ তিনি বিরক্ত না হয়ে প্রত্যেককে প্রচুর পরিমাণে দান করেন।” ১থিষলনীকীয় ৫:১২-২৪ পদ এমন একটি উত্তম শাস্ত্রাংশ যেখানে ঈশ্বরের ইচ্ছা বা আকাঙ্খা সম্বন্ধে অনেক কিছু তুলে ধরা হয়েছে। আমরা যত বেশী ঈশ্বরের বাক্য বুঝতে পারব তত বেশী করে জানতে পারব যে, কোন কোন বিষয় নিয়ে আমাদের প্রার্থনা করা প্রয়োজন। অনুরূপভাবে, আমরা যত বেশী পরিমাণে আমাদের প্রার্থনার বিষয়গুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা লাভ করব তত বেশী করে ঈশ্বরের কাছ থেকে আমাদের প্রার্থনায় “হ্যাঁ” সূচক উত্তর পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে।
What does it mean to pray in the name of Jesus?



Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া