উলকি আঁকা এবং দেহে ফুটা করা সম্বন্ধে বাইবেল কি বলে?

উত্তর: পুরাতন নিয়মের আইন-কানুনে ইস্রায়েলীয়দের আদেশ দেওয়া হয়েছিল, “মৃত লোকদের জন্য শোক- প্রকাশ করতে গিয়ে দেহের কোন জায়গা ক্ষত করা চলবে না। দেহে কোন উলকি-চিহ্ন দেওয়া চলবে না। আমি সদাপ্রভু” (লেবীয় পুস্তক ১৯:২৮)। যদিও আজকের দিনে বিশ্বাসীরা পুরাতন নিয়মের আইন-কানুনের অধীনে নয় (রোমীয় ১০:৪; গালাতীয় ৩:২৩-২৫; ইফিষীয় ২:১৫), তবু উলকি নিয়ে বলা আদেশ অনুসারে বেশ কিছু প্রশ্ন উঠে আসে। নতুন নিয়মে এমন কোন কথা বলা হয় নাই, বিশ্বাসীদের উলকি নেওয়া উচিত কি উচিত না।


উলকি দেওয়া এবং দেহে ফুটা করার বিষয়ে একটা পরীক্ষা অত্যন্ত সততা ও ভাল বিবেকে আমাদের বুঝতে সাহায্য করতে পারে, যদি ঈশ্বরকে জিজ্ঞাসা করা যায়, এই কাজ তাঁর জন্য ভাল উদ্দেশ্যে হতে পারে কি না এবং তিনি আমাদের আশীর্বাদ করতে পারেন কি না। “সেইজন্য তোমরা খাওয়া-দাওয়া কর আর যা-ই কর, সব কিছু ঈশ্বরের গৌরবের জন্য কোরো” (১ করিন্থীয় ১০:৩১)। নতুন নিয়মে উলকি বা দেহে ফুটা করার ব্যাপারে কোন আদেশ দেওয়া হয় নাই এবং সেই সাথে এরকম বিশ্বাস করারও কোন কারণ উল্লেখ করা নাই যে, ঈশ্বর এভাবে উলকি বা দেহে ফুটা করতে বলেছেন।

শাস্ত্রীয় নীতির একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, বাইবেল নির্দিষ্ট করে যদি কোন সন্দেহের অবকাশ রাখে যে, এই সব কাজ করলে ঈশ্বরকে খুশী করা যায় না, তাহলে তেমন কাজ না করাই সবচেয়ে ভাল। রোমীয় ১৪:২৩ পদ আমাদের স্মরণ করিয়ে দেয় যে, বিশ্বাস থেকে যদি কিছু না আসে তাহলে সেটা পাপ। এটাও আমাদের মনে রাখতে হবে যে, আমাদের দেহ, এমন কি আত্মাও মুক্তি পেয়ে তা ঈশ্বরের হয়েছে। যদিও ১ করিন্থীয় ৬:১৯-২০ পদ সরাসরি উলকি বা দেহে ফুটা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় নাই, তবু তা একটা নীতি উল্লেখ করেছে: “তোমরা কি জান না, তোমাদের অন্তরে যিনি বাস করেন এবং যাঁকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছ, সেই পবিত্র আত্মার থাকবার ঘরই হল তোমাদের দেহ? তোমরা তোমাদের নিজেদের নও; অনেক দাম দিয়ে তোমাদের কেনা হয়েছে। তাই ঈশ্বরের গৌরবের জন্য তোমাদের দেহ ব্যবহার কর।” আমরা আমাদের দেহকে নিয়ে যা-ই করি বা যেখানে যাই, বাস্তবিক এই মহান সত্য মনে রাখা উচিত। যদি আমাদের দেহ ঈশ্বরের হয়ে থাকে, তাহলে নিশ্চিত হতে হবে, উলকি বা দেহে ফুটা করার “কাজটিতে” তাঁর “অনুমতি” আছে কি না।
আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
আপনার অনুদান পাঠানোর জন্য ক্লিক করুন নিচে দেওয়া Donate অপশানে 
What does the Bible say about tattoos and piercings?


Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া