নরক কী বাস্তব কোন বিষয়? নরক কী অনন্তকালস্থায়ী?

উত্তরএটি খুবই মজার একটি বিষয় যে, খুব বেশী সংখ্যক লোকদের নরকের অস্তিত্বের তুলনায় স্বর্গের অস্তিত্বের প্রতি বিশ্বাস করতে দেখা যায়। বাইবেল অনুসারে, স্বর্গের মত নরকও একটি বাস্তব বিষয়। পবিত্র বাইবেল সম্পূর্ণভাবে ও সুস্পষ্টভাবে শিক্ষা দেয় যে, নরক হচ্ছে একটি বাস্তব বা অকৃত্রিম জায়গা যেখানে খারাপ বা অবিশ্বাসীদের মৃত্যুর পরে পাঠানো হবে। আমরা সকলেই ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছি (রোমীয় ৩:২৩ পদ)। এই পাপের একমাত্র শাস্তি হলো মৃত্যু (রোমীয় ৬:২৩ পদ)। যেহেতু চূড়ান্তভাবে আমাদের সমস্ত পাপ ঈশ্বরের বিরুদ্ধে (গীতসংহিতা ৫১:৪ পদ) এবং যেহেতু ঈশ্বর হলেন অসীম ও অনন্ত সেহেতু তাঁর বিরুদ্ধে করা পাপের শাস্তিও হবে অসীম ও অনন্ত। নরক হলো এই অসীম এবং অনন্ত মৃত্যু যা আমরা আমাদের পাপের কারণে পেয়ে থাকি।


খারাপ বা মন্দ লোকদের জন্য নির্ধারিত একমাত্র শাস্তি যে নরক-মৃত্যু সেটিকে বাইবেলের সমস্ত অংশ জুড়ে এভাবে বর্ণনা করা হয়েছে: “অনন্ত আগুন” (মথি ২৫:৪১ পদ), “অনির্বাণ আগুন” (মথি ৩:১২ পদ), “লজ্জা ও অনন্ত ঘৃণা” (দানিয়েল ১২:২ পদ), এমন একটি স্থান যেখানে “আগুন কখনও নিভানো যায় না” (মার্ক ৯:৪৪-৪৯ পদ), “যন্ত্রণা এবং অগ্নিশিখা” (লূক ১৬:২৩-২৪ পদ)-র একটি স্থান, “অনন্তকালস্থায়ী বিনাশ” (২থিষলনীকীয় ১:৯ পদ), এমন একটি স্থান যেখানে “যাতনার ধূম যুগপযায়ের যুগে যুগে ওঠে” (প্রকাশিত বাক্য ১৪:১০-১১ পদ) এবং “অগ্নি ও গন্ধকের হ্রদ” যেখানে দুষ্ট লোকেরা “চিরকাল ধরে দিনরাত যন্ত্রণা ভোগ করবে” (প্রকাশিত বাক্য ২০:১০ পদ)

স্বর্গে ধার্মিকদের পরম সুখভোগ যেমন কখনই শেষ হবে না তেমনি দুষ্ট লোকদের জন্য শাস্তিস্বরূপ অনন্ত নরক যন্ত্রণাও কখনও শেষ হবে না। যীশু নিজেই ঐ নরক-যন্ত্রণা ভোগের শাস্তিকে এভাবে বর্ণনা করেছেন যে, স্বর্গে ঈশ্বরভক্ত লোকেরা যেমন অনন্ত জীবন ভোগ করবে, ঠিক একইভাবে দুষ্ট লোকেরাও নরকে অনন্ত শাস্তি ভোগ করবে (মথি ২৫:৪৬ পদ)। দুষ্ট লোকেরা চিরকালই ঈশ্বরের প্রচন্ড ক্রোধ এবং রোষের পাত্র হিসাবে বিবেচিত। নরকে নিক্ষিপ্ত ঐ দুষ্ট বা খারাপ লোকেরা ঈশ্বরের ন্যায়বিচারের কথা স্বীকার করবে (গীতসংহিতা ৭৬:১০ পদ)। যাদের নরকে নিক্ষিপ্ত করা হবে তারা জানবে যে, তাদের কাজের ফলস্বরূপ এই শাস্তি পাওয়াটা সঠিক, তাই তাদের দোষী করে এখানে নিক্ষেপ করা হয়েছে (দ্বিতীয় বিবরণ ৩৫:৩-৫ পদ)। হ্যাঁ, নরক বাস্তব এবং অকৃত্রিম একটি বিষয়। হ্যাঁ, নরক হচ্ছে যন্ত্রণা এবং শাস্তি ভোগ করার একটি স্থান যা চিরকাল ধরে প্রবাহমান এবং এর কোন শেষ নেই। আমরা ঈশ্বরের গৌরব ও প্রশংসা করি, কারণ যীশুর মধ্য দিয়ে আমরা এই অনন্ত ভাগ্য বা নিয়তি অর্থাৎ অনন্ত নরক-যন্ত্রণা ভোগ করা থেকে রক্ষা পেতে পারি (যোহন ৩:১৬, ১৮, ৩৬ পদ)
আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
আপনার অনুদান পাঠানোর জন্য ক্লিক করুন নিচে দেওয়া Donate অপশানে 
Is hell a real issue? Does hell last forever?


Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া