খ্রীষ্টের দেহের প্রতি দায়বদ্ধতা – মন্ডলী

📖
বিশ্বাসে যে দুর্বল তাকে গ্রহণ কর, আর সেই প্রশ্নগুলো সম্বন্ধে বিচার কর না। কারণ ঈশ্বরের রাজ্যে খাওয়া এবং পান করাই সব কিছু নয়, কিন্তু ধার্ম্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দই সব। সুতরাং যা করলে শান্তি হয় এবং যার দ্বারা একে অন্যকে গড়ে তুলতে পারি, এস আমরা সেই সব করার চেষ্টা করি।
(রোমীয় 14:1‭, ‬17‭, ‬19)
খ্রীষ্টের দেহের প্রতি দায়বদ্ধতা – মন্ডলী
খ্রীষ্ট বিশ্বাসী হিসাবে আমরা তাঁর দেহরূপ মন্ডলীতে জবাবদিহি করতে দায়বদ্ধ। যদি, আমি যীশুর অনুসারী হিসাবে পাপে থাকি, তবে যে কোন ভাবেই হোক আমি খ্রীষ্টের সমস্ত দেহকে আক্রান্ত করবো। শুধুমাত্র আখোনের পাপে (যিহোশূয় ৭) সমগ্র ইস্রায়েল জাতি শত্রুর দ্বারা প্রচন্ড রূপে আক্রান্ত হয়েছিল, খ্রীষ্ট বিশ্বাসীরা যদি পাপে থাকে তবে তার ফলে খ্রীষ্টের সমগ্র দেহ সেই পাপে আক্রান্ত হয় এবং শক্তিহীন হয়ে পড়ে, এটি শুরু হয় পরিবার থেকে । আমরা খ্রীষ্টের দেহের অংশ হিসাবে যদি কোন ভাইকে পাপে নিমজ্জিত হতে দেখি তখন এটি আমাদেরই দায়িত্ব সেই বিশ্বাসীকে প্রেমের দ্বারা পুনরাই স্বস্থানে ফিরিয়ে নিয়ে আসা, যেমন গালাতীয় ৬:১ পদে বলা হয়েছে। খ্রীষ্টের দেহে আমাদের এক অপরকে প্রয়োজন।
রোমীয় ১৪ অধ্যায়ে পৌল বলেছেন কিভাবে একজন পরিপক্ক বিশ্বাসীর জীবন ধারণ করা উচিত যাতে তারা দূর্বল ভাইদের বিশ্বাসে আরও বলবান করতে পারেন। পরিপক্ক বিশ্বাসী হিসাবে আমাদের উচিত দূর্বল ভাইদের পড়ে যেতে দেওয়া নয় কিন্তু গঠন করা।
১ করিন্থীয় ১২ অধ্যায়ে উল্লেখিত আছে আমাদের প্রত্যেককে পৃথক পৃথক বরদান দেওয়া হয়েছে, মন্ডলী খ্রীষ্টের দেহ। আমাদের প্রত্যেকের কাছে আশা করা হয়, আমরা যেন সেই বরদানগুলি ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করি, এবং অপরের কাছে তাঁর প্রেম ও করূণা প্রদর্শন করি। প্রায়শই দেখা যায় আমাদের ঝোঁক আছে যে, আমাদের কাছে যে বরদান দেওয়া হয়েছে তার জবাবদিহি করার পরিবর্তে ঈশ্বর দত্ত অন্যান্য বরদানগুলি পাওয়ার জন্য লোভী হয়ে উঠা।
প্রেরিত পৌল ১ করিন্থীয় ৬ অধ্যায়ে বিশ্বাসীদের মধ্যবর্তি মোকদ্দমার কথা বলেছেন। মথি ১৮:১৫-১৭ পদে যীশু অলোচনা করেছেন, খ্রীষ্টের দেহের মধ্যবর্তি দ্বন্ধ নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার বিষয়ে। বর্তমানে আমাদের বোঝা প্রয়োজন যে, মন্ডলীতে আমাদের যে ধনের অধ্যক্ষ পদ দেওয়া হয়েছে তার জন্য আমরা ঈশ্বরের কাছে দায়বদ্ধ। অনেক সময় এই দ্বন্ধের কারণে মন্ডলী ভেঙ্গে যায়। খ্রীষ্টের দেহের সদস্য রূপে আমাদের দায়িত্ব আছে দেহের লালন পালন করা কিন্তু নষ্ট করা নয়। ১ করিন্থীয় ৩:১৬ ও ১৭ পদ শাস্তির বিষয়ে বলে যা অপেক্ষা করছে যারা খ্রীষ্টের দেহকে নষ্ট করবে তাদের জন্য।
দিনের জন্য বিবেচ্য বিষয় :
যখন খ্রীষ্ট বিশ্বাসীরা খ্রীষ্টের কাছে সমর্পিত থাকে তখন তাদের কাছে খ্রীষ্টের দেহেতে একে অপরের কাছে সমর্পিত হওয়া সহজ হয়ে ওঠে।
আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
আপনার অনুদান পাঠানোর জন্য ক্লিক করুন নিচে দেওয়া Donate অপশানে 
আমাদের সাথে  প্রার্থনায় যুক্ত হতে ক্লিক করুন👇.
প্রার্থনায় যুক্ত হন⛪
The responsibility of the body of Christ - the church



Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া