অব্রাহামের প্রদত্ত বলিদান ( কোরবানী) সং ক্রান্ত তথ্যাদি ও খ্রীষ্টের বলিদানের সাথে তুলনা
সূচনা : ঈশ্বরের বন্ধু অব্রাহাম তাঁর অদ্বিতীয় পুত্র ইসহাককে বলিদান করতে ঈশ্বরের বাধ্য ছিলেন। ঈশ্বর সেই বলিদান হতে দেয় নি। কিন্তু একটি মেষের বিনিময়ে সেই বলিদান সমপন্ন করেছেন । অব্রাহামের বলিদান খ্রীষ্টের বলিদানকে স্মরণ করিয়ে দেয় যেখানে ঈশ্বর অব্রাহামের পুত্র ইসহাকে রক্ষা করেছিলেন কিন্তু তাঁর অদ্বিতীয় পুত্রকে মৃত্যুর কাছে সমর্পণ করেছিলেন যেন পাপী তাপী মানুষ পরিত্রাণ লাভ করতে পারে। এ প্রবন্ধে অব্রাহামের কৃত বলিদানের বিভিন্ন তথ্য উপাত্ত প্রশ্ন উত্তরের আলোকে সহ উক্ত বলিদানের সাথে খ্রীষ্টের বলিদানের তুলনা করা হয়েছে ।

১।ঈশ্বর অব্রাহামকে , কাকে বলিদান দিতে বলেছেন ?
উত্তর : অদ্বিতীয় পুত্র ইসহাককে । ( আদি ২২:২ তুলনীয় ইব্রীয় ১১:১৭)

২। একমাত্র পুত্র বা অদ্বিতীয় পুত্র বলতে ঈশ্বরের বাক্য আমাদের কি বুঝায় ?
উত্তর : একমাত্র প্রতিজ্ঞাত সন্তান যার মধ্য দিয়ে ঈশ্বর তাঁর নিয়ম বা চুক্তি করেছেন ও সারার গর্ভজাত একমাত্র সন্তান ( আদি ১৭:১৯) । সমস্ত কিছুর উত্তারাধিকারী ( ২৫:৫)।
তাছাড়া, ইসহাক আশ্চর্যভাবে বন্ধা বয়স্ক নারীর গর্ভে জন্ম গ্রহণ করেন ( আদি ১৭:১৫-১৭, ১৮:৯-১৫, ২১:১-৭ তুলনীয় গালাতীয় ৪:২৮-২৯)

৩। ঈশ্বর কোথায় ইসহাককে বলিদান করতে বলেছেন?
উত্তর: মোরীয়া পর্বতে যা যিরূশালেমে অবস্হিত। পরবর্তীতে রাজা দায়ুদের নির্দেশনায় তাঁর ছেলে রাজা শলোমন মন্দির নির্মাণ করেন । ( আদি ২২:২ তুলনীয় ২ শমূয়েল ২৪ : ১৮-২৫, ২ বংশাবলী ৩:১)

৪।কি ধরনের বলিদান করতে বলেছেন?
উত্তর: হোম বলিদান । হোমবলি প্রদানের নিয়মাবলী লেবীয় ১ অধ্যায় : ১-১৭ পদে আছে।

৫। কেন ঈশ্বর অব্রাহামকে বলিদান করতে বলেছেন ?
উত্তর: বিশ্বাস ও বাধ্যতার পরীক্ষা করার জন্য । (আদি ২২:১৩ তুলনীয় ইব্রীয় ১১:১৭)।

৬। কেন অব্রাহাম বলিদান করতে রাজী হয়েছেন ?
উত্তর: অব্রাহাম বিশ্বাস করতেন ঈশ্বর মৃত ইসহাককে পুনরুত্থান দিতে সমর্থ । তাই তিনি বিশ্বাসে ফিরে আসার কথা বলেছিলেন, " তখন তিনি তাঁর দাসদের বললেন, “তোমরা গাধাটা নিয়ে এখানেই থাক; আমার ছেলে আর আমি ওখানে যাব। ওখানে আমাদের উপাসনা শেষ করে আবার আমরা তোমাদের কাছে ফিরে আসব।” (আদি ২২:৫) ইব্রীয় পুস্তক আমাদের বলে , " তিনি মনে স্থির করিয়াছিলেন, ঈশ্বর মৃতগণের মধ্য হইতেও উত্থাপন করিতে সমর্থ; আবার তিনি তথা হইতে দৃষ্টান্তরূপে তাঁহাকে ফিরিয়া পাইলেন।" (১১: ১৯)।

৭।কতদিন লেগেছিল বলিদানের স্হানে যেতে ?
উত্তর: তিনদিনের পথ ( আদি ২২:৪)

৮। ইসহাকের পরিবর্তে অব্রাহাম কি বলিদান করেছেন ?
উত্তর : ভেড়া ( আদি ২২:১৩)

৯। ঈশ্বর কিভাবে অব্রাহামকে নির্দেশনা দিয়েছেন?
উত্তর: সরাসরি প্রত্যাদেশের মধ্য দিয়ে (আদি ২২:১)

১০। অব্রাহামের বলিদান কোন বলিদানকে নির্দেশ করে ?
উত্তর: শেষ বলিদান: খ্রীষ্টের ক্রশীয় বলিদান যা ঈশ্বর তাঁর পুত্রকে তাঁর প্রজাদের জন্য দান করেছেন ।
পবিত্র বাইবেল আমাদের বলে , "যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাঁহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাঁহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না?"
(রোমীয় ৮:৩২)

১১। বলিদানের সময় অব্রাহামের বড় ছেলে ইস্মায়েল ও মা হাগার কোথায় ছিল ?
উত্তর: তৎকালীন পলেষ্ট্রীয় দেশের দক্ষিণ পশ্চিমে অবস্হিত পারণ প্রান্তরে [আদি ২১:২১]

১২ ।অব্রাহামের বলিদানের মেষের যোগান সম্পর্কে কি ধরনের বিশ্বাস ছিল ?
উত্তর: সন্দেহহীন বিশ্বাস । অব্রাহামের বিশ্বাস ছিল ঈশ্বর বলির মেষ যোগান দিবে( আদি ২২:৭,৮)। অব্রাহামের বলিদান আগত শেষ বলিদানের নিশ্চয়তা দান করে ।



অব্রাহামের সাথে খ্রীষ্টের বলিদানের সম্পর্ক :
খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বর শেষ বলিদানেরও যোগান দিয়েছেন ,
প্রভু যীশুর অগ্রদূত যোহন সেই সাক্ষ্য দেন ,

"পরদিন তিনি যীশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন, আর কহিলেন, ঐ দেখ, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার লইয়া যান।"
(যোহন ১:২৯ তুলনীয় ৩৬ পদ)
আরও

"কিন্তু খ্রীষ্ট, আগত উত্তম উত্তম বিষয়ের মহাযাজকরূপে উপস্থিত হইয়া, যে মহত্তর ও সিদ্ধতর তাম্বু অহস্তকৃত, অর্থাৎ এই সৃষ্টির অসমপর্কীয়, সেই তাম্বু দিয়া- ছাগদের ও গোবৎসদের রক্তের গুণে নয়,কিন্তু নিজ রক্তের গুণে- একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন, ও অনন্তকালীয় মুক্তি অর্জন করিয়াছেন।

কারণ ছাগদের ও বৃষদের রক্ত এবং অশুচিদের উপরে প্রোক্ষিপ্ত গাভীভস্ম যদি মাংসের শুচিতার জন্য পবিত্র করে,
তবে, যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকেই ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ করিয়াছেন, সেই খ্রীষ্টের রক্ত তোমাদের বিবেককে মৃত ক্রিয়াকলাপ হইতে কত অধিক নিশ্চয় শুচি না করিবে, যেন তোমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করিতে পার!
আর এই কারণ তিনি এক নূতন নিয়মের মধ্যস্থ; যেন, প্রথম নিয়ম সম্বন্ধীয় অপরাধ সকলের মোচনার্থ মৃত্যু ঘটিয়াছে বলিয়া, যাহারা আহূত হইয়াছে, তাহারা অনন্তকালীয় দায়াধিকার বিষয়ক প্রতিজ্ঞার ফল প্রাপ্ত হয়।"
(ইব্রীয় ৯: ১১-১৫)

"কিন্তু ইনি পাপার্থক একই যজ্ঞ চিরকালের জন্য উৎসর্গ করিয়া ঈশ্বরের দক্ষিণে উপবিষ্ট হইলেন,"
( ইব্রীয় ১০:১২)
খ্রীষ্টের বলিদানই ঈশ্বরের ক্রোধকে শান্ত করেছে যেন পাপী মানুষ ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয় ।

"ইহাতেই প্রেম আছে; আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম, তাহা নয়; কিন্তু তিনিই আমাদিগকে প্রেম করিলেন, এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন।"
(১ যোহন ৪:১০)
খ্রীষ্ট তাঁর জীবন দানের মধ্য দিয়ে সর্বোচ্চ ভালবাসা দেখিয়েছেন ।

"আর প্রেমে চল, যেমন খ্রীষ্টও তোমাদিগকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশে, সৌরভের নিমিত্ত, উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন।"
(ইফিষীয় ৫:২)



অব্রাহামের বাধ্যতা ও বিশ্বাসের ফলাফল :
ঈশ্বর এ প্রসঙ্গে বলেন ,
"পরে সদাপ্রভুর দূত দ্বিতীয় বার আকাশ হইতে অব্রাহামকে ডাকিয়া কহিলেন, সদাপ্রভু বলিতেছেন,আমি অবশ্য তোমাকে আশীর্বাদ করিব, এবং আকাশের তারাগণের ও সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় তোমার বংশ অতিশয় বৃদ্ধি করিব; তোমার বংশ শত্রুগণের পুরদ্বার অধিকার করিবে;আর তোমার বংশে পৃথিবীর সকল জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে; কারণ তুমি আমার বাক্যে অবধান করিয়াছ।" (আদি ২২:১৫-১৮)
এখন অব্রাহামের কাছে প্রতিজ্ঞা সমস্ত খ্রীষ্ট বিশ্বাসীদের উপর বর্তে। কারণ যারা খ্রীষ্ট বিশ্বাসী তারাই অব্রাহামের সন্তান । প্রেরিত পৌল এ প্রসঙ্গে বলেছেন,
"অতএব জানিও, যাহারা বিশ্বাসাবলম্বী, তাহারাই অব্রাহামের সন্তান।"
[গালাতীয় ৩:৭]
অব্রাহামের বলিদান থেকে শিক্ষা :














প্রথমত : প্রকৃত বিশ্বাসে বাধ্যতা জড়িত। ঈশ্বরের আদেশ শুধু শুনা নয় কিন্তু পালন করতে হবে ।
দ্বিতীয়ত : ঈশ্বর যোগান দাতা ঈশ্বর কেননা তিনি যিহোবা যিরি ঈশ্বর । ঈশ্বর যে কোন প্রয়োজন মিটাতে সক্ষম । মানুষের সর্বোচ্চ প্রয়োজন পরিত্রাণ যা ঈশ্বর তাঁর অদ্বিতীয় পুত্র যীশুর ক্রশীয় বলিদানের মধ্য দিয়ে প্রদান করেছেন ।
তৃতীয়ত: ইসহাকও পিতার ইচ্ছার কাছে সমর্পণ করেছিলেন যেন অব্রাহাম ঈশ্বরের বাধ্যতার ফল দেখাতে পারেন। আমাদের সেরকম
ত্যাগস্বীকারের আদর্শ অনুসরণ করতে হবে
যেখান থেকে ঈশ্বরের আশীর্বাদ ঘোষিত হবে।
উপসংহার: অব্রাহামের বলিদান স্মরণ করিয়ে দেয় ঈশ্বরের প্রতি কিভাবে বাধ্যতার চরম আদর্শ দেখাতে হয় । ঈশ্বর পুত্র প্রভু যীশুও তাঁর আত্মবলিদানের দ্বারা বাধ্যতার চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন যেন তাঁর বলিদানের মধ্য দিয়ে পাপী ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয় । ঈশ্বর অব্রাহামের বলিদানের মধ্য দিয়ে আমাদের প্রস্তুত করে যেন খ্রীষ্টের বলিদানকে বিশ্বাস করে ঈশ্বরের বাধ্য সন্তান হতে পারি যেন পবিত্র আত্মার ফল উৎপন্ন হয় ।
Comments
Post a Comment