বিবাহপূর্ব অন্তরঙ্গতা বা ঘনিষ্ঠতার সঠিক মাত্রা কী?
উত্তর: ইফিষীয় ৫:৩ পদ আমাদের বলে যে, “কোন রকম ব্যভিচার, অশুচিতা আর লোভের কথা পযন্ত যেন তোমাদের মধ্যে শোনা না যায়, কারণ এই সব কথা ঈশ্বরের লোকদের মানায় না।” এমন কোন কিছু যা অবৈধ যৌনাচার বা ব্যভিচারের প্রতি ইঙ্গিত করে সেই সব কাজ কোন খ্রীষ্টিয়ানের করা উচিত নয়। বাইবেল আমাদের কোন কোন গুণগুলো “ইঙ্গিতপূর্ণ” তার কোন তালিকা প্রদান করে না, কিংবা এও বলে না যে, বিয়ের আগে দম্পতিরা কোন কোন শারীরিক ক্রীড়ায় জড়িত হতে পারে। যাহোক, বাইবেল এই বিষয়টিকে বিশেষভাবে উল্লেখ না করার অর্থ এই নয় যে, বিয়ের আগে করা যৌনাচারগুলোকে ঈশ্বর অনুমোদন করেন। সহজাত প্রবৃত্তির কারণে যৌন আচারণগুলো এমনভাবে পর পর সাজানো রয়েছে যা কারও সাথে যৌন কাজ করতে কিংবা কাউকে একান্ত করে কাছে পেতে ইচ্ছা পোষণ করে। তদুপরি নৈতিকতার বিচারে বিবাহিত দম্পতিদের যৌন আচরণগুলোর ব্যাপারে সংযত থাকা বা সেগুলো দমন করা উচিত। এমন কোন কিছু যা যৌন আচরণ বা যৌনাচার বলে বিবেচিত সেগুলোকে বিয়ের আগ পযন্ত উপেক্ষা করা উচিত।
Comments
Post a Comment