Promise Day কি ? Promise Day বলতে কি বোঝায় ?

 Promise Day বলতে কি বোঝায় ?


এই দিন একজন প্রেমিক তাঁর প্রেমিকাকে বা প্রেমিকা তাঁর প্রেমিককে, এই প্রতিশ্রুতি দেয় যে আমি তোমায় যুগ-যুগ ধরে ভালোবাসব,আমি তোমার সব খেয়াল,খুশি রাখব/দিব। আমি তোমায় ছাড়া বাঁচাতে পারব না। ভালোবাসার নিবিড় অনুভূতি প্রকাশ করা সাধারণ ভাষায় একেই Promise Day বলা হয়।

মিথ‍্যা প্রতিশ্রুতির একটি ধাপ।এই সব কথা শুনে অন্ধ-প্রেমিরা বিশ্বাস করে ন‍্যায় আর দুই প্রেমি প্রেমের সাগরে ভেষে বেড়ায়।

আপনি ভাবুন তো এই প্রতিশ্রুতি কতটা পরিপক্ক কি ? আদৌও কি একজন প্রেমি তার প্রিয়তমের প্রতি এতো খেয়াল, খুশি ও প্রেম বোজায় রাখেন কি ?

আপনার কাছে এখন ভাবার সময় নেই কারণ আপনি এখন মুক্ত আকাশে উড়ে বেড়াছেন। আপনাদের বলি এটিতে কোন পরিপক্ক প্রতিশ্রুতি নেই। মিথ্যার প্রতিশ্রুতি। মিথ‍্যা প্রতিশ্রুতির মাধ্যমে নিজেরা নিজেদের শারীরিক আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করা হয়। কাহিনীতে Twist তো তখন শুরু হয় যখন এই প্রেমের মধ্য তৃতীয় পক্ষ উপস্থিত হয়। বা নিজের আপনার জনকে ছেড়ে অন‍্য জনের প্রতি মন আনাগোনা শুরু হয়ে যায়। এই প্রতিশ্রুতি তখন হাওয়া হয়ে যায়‌। 
হয়ত এখানে কিছু পক্ষ বলতে পারে যে নানা আমি সেই রকম নই‌। তো আমি উনাকে জিজ্ঞাসা করতে চাই তবে আপনি কেমন কি ? এমনিতে আপনি ভূল ই আছেন আবার বলছেন না না আমি সেই রকম নয়। আমি বলব  বাইবেল পড়ুন তারপর নানা শব্দ প্রয়োগ করুন। বাইবেলে হিসেবে কোন ভাবে একজন যুবক ও যুবতী বিয়ে করা পূর্বে Closely হওয়া উচিত নয়।  (১ তীম ৪:১২)
আপনারা দেখলেন জাগতিক Promise Day(প্রতিশ্রুতি দিবস) দিয়ে শুধুমাত্র শারীরিক আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়।

ঈশ্বরের Promise/প্রতিশ্রুতি।
আপনি যদি ঈশ্বরের প্রতিশ্রুতি দেখেন প্রত‍্যকটি প্রতিশ্রুতি পূর্ণতা পেয়েছে তবে ও কিছু প্রতিশ্রুতি পূর্ণতা লাভ করেনি তা বলে এটি নয় যে সেই সব প্রতিশ্রুতি পূর্ণতা পাবে না।নিশ্চয় পাবে। কেন পূর্ণতা পাইনি এই বাক‍্যের কারণে

২ পিতর ৩:৯ পদ
প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নহেন—যেমন কেহ কেহ দীর্ঘসূত্রিতা জ্ঞান করে—কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘসহিষ্ণু; কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাঁহার নাই; বরং সকলে যেন মনপরিবর্ত্তন পর্য্যন্ত পঁহুছিতে পায়, এই তাঁহার বাসনা।

১ তীমথিয় ২:৪ পদ
তাঁহার ইচ্ছা এই, যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, ও সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।

যিহিস্কেল ১৮:২৩ পদ
দুষ্ট লোকের মরণে কি আমার কিছু সন্তোষ আছে? ইহা প্রভু সদাপ্রভু কহেন; বরং সে আপন কুপথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতে কি আমার সন্তোষ হয় না?

যিহিস্কেল ১৮:৩২ পদ
কারণ যে মরে, তাহার মরণে আমার কিছু সন্তোষ নাই, ইহা প্রভু সদাপ্রভু বলেন; অতএব তোমরা মন ফিরাইয়া বাঁচ। যিহিষ্কেল ভাববাদীর পুস্তক।

যোহন ৩:১৭ পদ
কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাঁহার দ্বারা পরিত্রাণ পায়।

ঈশ্বরের সবচেয়ে বড় প্রতিশ্রুতি যা আমাদের আদি পিতা-মাতাকে মানে আদম ও হবাকে দিয়ে ছিলেন। যা বাইবেলের প্রথম সুসমাচার ও বলা হয়। 

আদিপুস্তক ৩:১৫
আর আমি তোমাতে ও নারীতে, এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব; সে তোমার মস্তক চূর্ণ করিবে, এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। এই বাক‍্যে স্বয়ং ঈশ্বরের পুএ মধ্য দিয়ে পূর্ণতা লাভ করেছিল

লূক ২:৭ পদ
 আর তিনি আপনার প্রথমজাত পুত্র প্রসব করিলেন, এবং তাঁহাকে কাপড়ে জড়াইয়া যাবপাত্রে শোয়াইয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাঁহাদের জন্য স্থান ছিল না।

এখন আপনার প্রশ্ন জাগতে পারে।
আপনি জাগতিক Promise/প্রতিশ্রুতি ও ঈশ্বরের Promise/প্রতিশ্রুতির মাধ্যমে কি বোঝাতে চাইছেন কি ?

খুব ভালো প্রশ্ন। হাঁ আমি এটিই চাই ছিলাম যেন আপনাদের মনে মধ‍্য প্রশ্ন আনগোনা হয়ে উঠুক। উওরটি পরিস্কার যে আপনারা জাগতিক প্রেমের প্রতিশ্রুতি ও আত্মিক/ঈশ্বরের প্রেমের প্রতিশ্রুতি পার্থক্য বুঝুন। কোনটি পরিপক্ক প্রতিশ্রুতি ও সেই প্রতিশ্রুতির প্রতি কি আশা রাখে‌ ? আশা করি উওর সুস্পষ্ট।
তবেও কিছুটা পার্থক্য বলি

 জাগতিক প্রতিশ্রুতি মিথ‍্যা হয়। আর ঈশ্বরের প্রতিশ্রুতি কখন মিথ‍্যা হয় না।

জাগতিক প্রতিশ্রুতি ব‍্যভিচার বেশী হয়। আর ঈশ্বরের প্রতিশ্রুতিতে ব‍্যভিচার হয় না। বরং ব‍্যভিচার থেকে দূর করে।

আমাদের খ্রিষ্টীয়ত যুবক-যুবতীগণদের এমন ভাবে আপনজনদের জাগতিক প্রতিশ্রুতি মন,প্রানে ভেদ করে ঢুকে যায় যে তখন ঈশ্বরের প্রতিশ্রুতি ও ভূলে যায়। যা তিনি বলেছিলেন

মথি ২৮:২০ পদ
... আর দেখ, আমিই যুগান্ত পর্য্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।

ইব্রীয় ১৩:৫ পদ
“আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, ও কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না।”

যিশাইয় ৪৯:১৫ পদ
স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না।

বাইবেল কোথাও লেখা নেই বা নিদের্শ ও করা হয়নি  যে যাও কোন একজন যুবক ও যুবতীতে ভালো লাগলে গোলাপ ফুল দিয়ে দাও বা নিজের নিজের প্রেমিক ও প্রেমিকা গোলাপ দাও। তার পর  প্রোপোজ কর। প্রপোজ স্বীকার করলে চকলেট খাইয়ে দাও। তার পর মন জয় করার জন্য বা সহানুভূতি দেওয়ার জন টেডি বিয়ার(পুতুল ভাল্লুক) দাও‌। তার পর  যুগ-যুগান্তর ধরে ভালোবাসার কথা দাও যে আমি তোমায় অনেক ভালোবাসি,তোমাকে ছেড়ে যাব না ইত‍্যাদি ইত্যাদি। 

ঈশ্বর তার প্রতিশ্রুতি মাধ্যমে আপনার কাছে একটি বিষয় চান।

মার্ক ১৬:১৫-১৬ পদ
আর তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার কর। যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয়, সে পরিত্রাণ পাইবে; কিন্তু যে অবিশ্বাস করে, তাহার  দণ্ডাজ্ঞা করা যাইবে।
আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
আপনার অনুদান পাঠানোর জন্য ক্লিক করুন নিচে দেওয়া Donate অপশানে 
What is Promise Day? What does Promise Day mean?



Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া