Propose Day কি ?
আজকের বিষয় একটু অন্য ধরনের। আপনি হয় তো Subject দেখে ভাবছেন এটাও আবার কেমন ধরনের পোস্ট। প্রিয়রা এত অধৈর্য্য হবেনা।ধৈর্য্য ধরুন। ধৈর্য্য ধরে পোস্ট এর লেখা পড়ার জন্য চেষ্টা করুন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনার দিকে অগ্ৰসর হই।
●Propose Day (8 February) কি ?
এক কোথায় Propose Day হচ্ছে প্রেমিক ও প্রেমিকাদের দিবস।একজন প্রেমিক তার প্রেমিকাকে তার প্রেম প্রস্তাব প্রদান করেন বার্তা লাভের সাহায্য। এই আধুনিক যুগে চলচ্চিত্রের জগতের প্রভাবের অনেক প্রেমিকেরা চলচ্চিত্রের Style নিজের ভালোবাসাকেও প্রদান করেন। আর প্রেমিকা প্রভাবিত হয়ে প্রস্তাব স্বীকার করে নেয়। যখন কোন মেয়ে প্রেম প্রস্তাব স্বীকার করেন তখন থেকে তারা একের অপরের হয়ে যায়। শুরু হয়ে যায় ব্যভিচারের প্রথম ধাপ।ফোনে কথা বলা, Videos call ইত্যাদি ইত্যাদি। যখন খুশি মন চায় আপন জনের সাথে দেখা করতে তা খুব সহজেই হয়ে যায়। তখন ভালোবাসা এমন ভাবে মন মেজাজে ডুকে যাবে যে কোথায় আছে না জলের অপর নাম জীবন সেই রকম প্রেমের অপর নাম জীবন হয়ে উঠবে।বেশ ভালোই চলে। একেই সাধারণ ভাষা Propose Day বলে। দেখছেন এই Propose Day তে শারীরিক আশা-আকাঙ্ক্ষাই থাকে
●আপনি কি জানেন আপনাকে একজন প্রেমের প্রস্তাব দিয়েছেন,যে আপনাকে অনেকে ভালোবাসেন।
আপনি একটু Guess করুন। আপনি Guess করবেনই বা কোথায় কারণ আপনি আপনার প্রিয়তম ছাড়া যে আর কাউকে দেখতেই পাচ্ছেন না। আপনাকে বলি তিনি আর কেউ নন। তিনি স্বয়ং ঈশ্বর।যিনি নিজেকে মানুষ রুপি হয়ে প্রদর্শন করেছেন পুএ যীশুর মাধ্যমে বাইবেলে বলে
👇👇👇
যোহন 3:16 পদ
কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে, আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন, যে কেহ তাঁহাতে বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়।
👆👆👆
এই প্রেম সেই প্রেম নয় যেটা জগত দেখায় তো আপনি বলবেন কোন প্রেমের কথা বলছেন ? আপনি আবার কোন জামানায় চলে গেলেন ? এখান জামান শব্দ ব্যবহার করা হয়েছে তা হিন্দি শব্দ। এই প্রেম হচ্ছে অনন্ত জীবনের প্রেম যা কখনও শেষ হয় না।
এই অনন্ত জীবনের প্রেম প্রস্তাব(Proposal) স্বীকার করা স্বয়ং এর উপরে নির্ভর করে।
👇👇👇
যোহন 3:18 পদ
যে তাঁহাতে বিশ্বাস করে, তাহার বিচার করা যায় না; যে বিশ্বাস না করে, তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতুক সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই।
👇👇👇
যোহন 3:36 পদ
যে কেহ পুত্রে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পাইয়াছে; কিন্তু যে কেহ পুত্রকে অমান্য করে, সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে।
👇👇👇
1 যোহন 5:12 পদ
পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে; ঈশ্বরের পুত্রকে যে পায় নাই, সে সেই জীবন পায় নাই।
👇👇👇
যোহন 5:24 পদ
সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে, ও যিনি আমাকে পাঠাইয়াছেন, তাঁহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে, এবং বিচারে আনীত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে।
👇👇👇
যোহন 6:47 পদ
সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, যে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পাইয়াছে।
👆👆👆
বতর্মান যুগে আমাদের খ্রিষ্টীয় যুবক যুবতীগণের ঈশ্বরের সেই মধূরময় প্রেমকে ভূলে গিয়ে জগতের প্রেমকে আপন করে নিয়েছে। জগতের প্রেমকে অধিক গুরুত্ব দেয়। ঈশ্বরের সেই মধূরময় প্রেম তেমন গুরুত্ব দেওয়া হয়না যেই প্রেমের জন্য যীশুর দুই হাতে ও পায়ে কাঁটার পেয়ে স্বীকার করে রক্ত ঝরিয়ে ছিলেন। আপনার ভালোই লাগবেই বা কোথায় কারণ আপনার কাছে #Sweet_Girl,#Cute_Girl, #Handsome_Boy, ইত্যাদি ইত্যাদি ভালোবাসার হাওয়া যে ঢুকে গেছে। যেই হাওয়াতে শুধুমাত্র ব্যভিচারই হয় আর কিছু নয়।
হাঁ আমি ও আপনাদের মতো কোন এক সময় দৌড় দৌড়ি করছিলাম কিন্তু ঈশ্বরের মহিমা হোক।ঈশ্বর সেই সব ব্যভিচার থেকে অনেকটাই আমাকে দূর করে ফেলেছেন।
প্রিয়রা শয়তান আপনাকে #Propose_Day মাধ্যমে ধব্বংসের পথের দিকে ধাবিত করছেন। দয়া করে আমার খ্রিষ্টীয়ত যুবক যুবতীগণ জাগ্ৰত হন। এই সব জাগতিক Propose Day থেকে দূর হোন। যারা Propose Day পালন করেন এই বাক্য হিসাবে নিজেকে পরিবর্তন করুন।
👇👇👇
রোমীয় 12:2 পদ
আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও; যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পার, ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ।
👇👇👇
গালাতীয় 1:4 পদ
ইনি আমাদের পাপসমূহের জন্য আপনাকে প্রদান করিলেন, যেন আমাদের ঈশ্বর ও পিতার ইচ্ছানুসারে আমাদিগকে এই উপস্থিত মন্দ যুগ হইতে উদ্ধার করেন।
Comments
Post a Comment