খ্রীষ্টিয়ান দম্পতির নিজের বৈবাহিক জীবনে যৌনমিলনে কী কী করার অনুমোদন আছে, আর কী কী করার অনুমোদন নেই?

উত্তর: বাইবেল বলে, প্রত্যেকে যেন বিয়ের ব্যাপরটাকে সম্মানের চোখে দেখে। স্বামী-স্ত্রীর মধ্যে বিয়ের সম্বন্ধ পবিত্র রাখা উচিত, কারণ যে কোন রকম ব্যভিচার হোক না কেন, যারা সেই দোষে দোষী ঈশ্বর তাদের শাস্তি দেবেন” (ইব্রীয় ১৩:৪ পদ)। স্বামী ও স্ত্রীর কী কী করার অনুমোদন আছে আর কী কী করার অনুমোদন নেই সে বিষয়ে বাইবেল কখনই বলে না। কিন্তু স্বামী ও স্ত্রীকে শাস্ত্রে এভাবে নির্দেশ প্রদান করা হয়েছে, “একে অন্যের সাথে দেহে মিলিত হতে অস্বীকার কোরো না; তবে কেবল প্রার্থনা করতে সুযোগ পাবার জন্য একমত হয়ে কিছুকাল আলাদা থাকতে পার” (১করিন্থীয় ৭:৫ক পদ)। খুব সম্ভব এই নীতিটি বৈবাহিক যৌন সম্পর্কের উপর প্রতিষ্ঠিত। এখানে যা কিছুই করা হোক না কেন তা দু’জনের সম্মতির উপর নির্ভরশীল। স্বামী বা স্ত্রীর কেউ একজন যদি এ বিষয়ে (যৌন সম্পর্ক) অস্বস্তিবোধ করে এটিকে ভুল বা পাপ বলে মনে করে তাহলে একে অন্যকে এ বিষয়ে উৎসাহিত করা কিংবা বাধ্য করা উচিত নয়। যদি স্বামী ও স্ত্রী উভয়ই কোন কিছু করার ব্যাপারে একমত হয় তাহলে তারা তা করার চেষ্টা করতে পারে (উদাহরণস্বরূপ; মৌখিক বা বাচনিক যৌনাচার, ভিন্ন ভিন্ন আসনে যৌনমিলন, খেলনা জিনিস দিয়ে যৌনমিলন ইত্যাদি), এগুলো তারা কেন করতে পারবে না সে বিষয়ে বাইবেল কোন কারণ দেখায় না।


এমন কিছু বিষয় আছে যেগুলো বিবাহিত দম্পতিদের করার জন্য অনুমোদন দেওয়া হয় না। এর মধ্যে রয়েছে- “বাজে ও নোংরা ঠাট্টা-তামাশাপূর্ণ কথাবার্তা (খোশগল্প করা)”, অথবা “খুব বাজেভাবে কোন কিছু অদলবদল করা” অর্থাৎ যৌন সম্পর্কের মধ্যে “অতিরিক্ত কাউকে আনা” (তিনজন, চারজন কিংবা আরও বেশী জনকে আনা)। এগুলো হলো মারাত্মক ধরনের ব্যভিচারমূলক পাপ কাজ (গালাতীয় ৫:১৯; ইফিষীয় ৫:৩; কলসীয় ৩:৫; ১থিষলনীকীয় ৪;৩ পদ)। এমনকি আপনার স্বামী/স্ত্রী যদি ব্যভিচারকে প্রশ্রয় দেয়, এগুলো অনুমোদন করে কিংবা এগুলোর চর্চা করে তাহলে এটি একটি পাপ হিসাবে গণ্য হবে। পর্নছবি বা এ সংক্রান্ত লেখাগুলোর প্রতি আকর্ষণ হলো “দেহের কামনা”“চোখের লোভ” (১যোহন ২:১৬ পদ)- এর বর্হিপ্রকাশ এবং এগুলোকে ঈশ্বর দোষী সাব্যস্ত করেন। স্বামী-স্ত্রীর যৌনমিলনের মধ্যে কখনই পর্ণছবিকে আনা উচিত নয়। এই দু’টি বিষয় ছাড়া স্বামী-স্ত্রীর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হওয়া অন্য কোন ধরনের যৌন সম্পর্ক স্থাপনে বাইবেল তাদের প্রতি কোনরূপ বিধি-নিষেধ আরোপ করে না।
আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
আপনার অনুদান পাঠানোর জন্য ক্লিক করুন নিচে দেওয়া Donate অপশানে 
What is allowed for a Christian couple to have sex in their married life, and what is not allowed to do?



Comments

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?