প্রশ্ন: মৃত্যুর পরে কি কোন জীবন আছে? উত্তর: মৃত্যু পরবর্তী জীবনের অস্তিত্ব নিয়ে প্রশ্নটি সার্বজনীন। ইয়োব আমাদের সকলের জন্য যে কথাটি বলেছেন, তা হচ্ছে, “স্ত্রীলোকের গর্ভে জন্মগ্রহণকারী মানুষের জীবন অল্পদিনের, আর তা কষ্টে পরিপূর্ণ। সে ফুলের মত ফুটে ওঠে তারপর শুকিয়ে যায়; সে ছায়ার মত চলে যায়, আর থাকে না” (১৪:১-২)। “মানুষ মরে কি আবার জীবিত হবে? যদি হয়, তবে আমার কঠিন পরিশ্রমের সব দিনগুলোতে আমি নতুন হয়ে উঠবার জন্য অপেক্ষা করব” (১৪:১৪)। ইয়োবের মতই আমরা সবাই এই প্রশ্নের মুখোমুখী। তাহলে, আমরা মারা গেলে পর ঠিক কি হবে? এখানেই কি আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে? জীবনটা কি বার বার এই পৃথিবীতে আসা ও যাওয়ার দরজা, যেন আমরা ব্যক্তিগতভাবে সুনাম অর্জন করতে পারি? সকলেই কি একই জায়গায় যাবে, অথবা আমরা ভিন্ন ভিন্ন জায়গায় যাব? স্বর্গ ও নরক বলে সত্যিই কি কিছু আছে? পবিত্র বাইবেল আমাদের বলে যে, মৃত্যুর পরে শুধু যে জীবন আছে তা-ই নয়, আছে এক চমৎকার অনন্ত জীবন, যা “কেউ চোখেও দেখে নি, কানেও শোনে নি এবং মনেও ভাবে নি” (১ করিন্থীয় ২:৯খ)। যীশু খ্রীষ্ট, ঈশ্বর হয়েও রক্ত-মাংসে এই পৃথিবীতে এলেন আমাদের অনন্ত জীবন দান করতে।...
Comments
Post a Comment