দত্তকসন্তান গ্রহণ সম্পর্কে বাইবেল কি বলে?

 দত্তকসন্তান গ্রহণের জন্য সন্তানকে ছেড়ে দেওয়া একটি প্রেমময় বিকল্প হতে পারে সেই মাতাপিতার জন্য যারা, বিভিন্ন কারণের জন্য, তাদের নিজেদের সন্তানদের জন্য যত্ন নিতে অক্ষম I এছাড়াও এটি অনেক দম্পতির জন্য প্রার্থনার একটি উত্তর হতে পারে যারা তাদের নিজেদের সন্তান পেতে সক্ষম হয় নি I দত্তকসন্তান গ্রহণ, কারোর কাছে দত্তক হ’ল জৈবিকভাবে তাদের নয় এমন সন্তানদের সাথে তাদের পরিবারকে বাড়িয়ে দিয়ে তাদের পিতা-মাতা হিসাবে তাদের প্রভাবকে বহুগুণে বৃদ্ধি করা I দত্তকসন্তান গ্রহণ সম্বন্ধে পুরো শাস্ত্র জুড়ে অনুকুলভাবে বলা হয় I


যাত্রাপুস্তক বই জোখাবেদ নামে এক হিব্রু মহিলার গল্প বলে যে ফরৌণ সমস্ত হিব্রু পুরুষ শিশুকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়েছিলেন এবং এমন সময়কালে তার একটি ছেলে হয়েছিল (যাত্রাপুস্তক 1:15-22) I জোখাবেদ একটি ঝুড়ি নিল, তাকে জলরোধী করে শিশুটিকে ঝুড়ির মধ্যে নদীর তীরে পাঠিয়ে দিলেন I ফরৌণের একটি কন্যা ঝুড়িটিকে লক্ষ্য করেন এবং শিশুটিকে পুনরুদ্ধার করলেন I অবশেষে তিনি তাকে রাজপরিবারে গ্রহণ করেছিলেন এবং তাকে মশি নাম দিয়েছিলেন I তিনি ঈশ্বরের একজন বিশ্বস্ত ও আশির্বাদিত দাস হয়েছিলেন (যাত্রাপুস্তক 2:1-10) I

ইষ্টেরের বইতে, ইষ্টের নামে একটি সুন্দরী কন্যা, যিনি তার পিতামাতার মৃত্যুর পরে তার চাচাতো ভাই তাকে গ্রহণ করেছিলেন এবং রানী হয়েছিলেন এবং ঈশ্বর তাকে যিহূদি লোকদের উদ্ধার করতে ব্যবহার করেছিলেন I নতুন নিয়মে যীশু খ্রীষ্টকে মানুষের বংশের পরিবর্তে পবিত্র আত্মার মাধ্যমে গর্ভধারণ করা হয়েছিল (মথি 1:18) I তাকে “দত্তক” রূপে গ্রহণ করা হয়েছিল এবং তার মায়ের স্বামী যোষেফের দ্বারা গড়ে তোলা হয়েছিল যিনি যীশুকে তার নিজের সন্তান হিসাবে গ্রহণ করেছিলেন I

একবার আমরা খ্রীষ্টকে আমাদের হৃদয় দিয়ে দিলে, পরিত্রাণের জন্য তাঁর প্রতি একমাত্র বিশ্বাস ও ভরসার জন্য, ঈশ্বর বলেছেন যা আমরা তাঁর পরিবারের অংশ হয়ে উঠি – মানব ধারণার প্রকৃতি প্রক্রিয়ার দ্বারা নয়, তবে গ্রহণের মাধ্যমে I “কেননা আপনি এমন আত্মা পাননি যা আপনাকে ভয় পাওয়ার জন্য আবার গোলাম করে তোলে, কিন্তু আপনি পুত্রতার আত্মা পেয়েছেন (দত্তকপুত্র গ্রহণ) I এবং তার দ্বারা আমরা উচ্চৈস্বরে বলি ‘আব্বা, পিতা’” (রোমীয় 8:15) I একইভাবে কোনও ব্যক্তিকে দত্তকের মাধ্যমে পরিবারে নেওয়া পচ্ছন্দ এবং ভালবাসার দ্বারা সম্পন্ন করা হয় I “তাঁর অপরিবর্তনীয় পরিকল্পনা সর্বদা আমাদেরকে যীশু খ্রীষ্টের মাধ্যমে তাঁর কাছে নিয়ে এসে তাঁর নিজের পরিবারে গ্রহণ করা I আর এটি তাঁকে প্রচুর আনন্দ দিয়েছে” (ইফিষীয় 1:5) I যেহেতু ঈশ্বর খ্রীষ্টকে তাঁর আত্মিক পরিবারে উদ্ধারকর্তা হিসাবে গ্রহণ করেছেন, তাই আমাদের সকলকে প্রার্থনা করে আমাদের নিজেদের শারীরিক পরিবারগুলিতে সন্তানদের দত্তক নেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত I

সুস্পষ্টভাবে দত্তকসন্তান গ্রহণ – শারীরিক এবং আত্মিক উভয় ক্ষেত্রে – শাস্ত্রের অনুকুল আলোতে দেখানো হয়েছে I যারা গ্রহণ করেন এবং যাদেরকে গ্রহণ করা হয় তারা উভয়ই এক বিরাট আশীর্বাদ পাচ্ছেন, ঈশ্বরের পরিবারে একটি দত্তক গ্রহণের মাধ্যমে এটি একটি বিশেষ অধিকারের উদাহরণ I
আমেন।।
আমাদের অ্যাপ ব্যবহার করতে Click করুন.
আপনার অনুদান পাঠানোর জন্য ক্লিক করুন নিচে দেওয়া Donate অপশানে 


Comments

  1. l thank you for sending me biblical question answer. May Almighty God bless you and bless your ministry.

    ReplyDelete
  2. thankyou very much .God bless you.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?

Popular Posts

একজন ভাল মা অথবা বাবা হওয়া সম্বন্ধে বাইবেল কী বলে?

কিভাবে আমি নিশ্চিত জানতে পারি, মরে গেলে পর আমি স্বর্গে যাব?

প্রশ্ন: মৃত্যুর পর আপনি কোথায় যাবেন?

আমি কিভাবে ঈশ্বরের সন্তান হতে পারি?

পর্ণোছবি (অশ্লীল ছবি) সম্বন্ধে বাইবেল কী বলে? পর্ণোছবি দেখা কী পাপ?

করোনা ভাইরাসের জন্য শারীরিক ও আত্মিক প্রস্তুতি

প্রশ্ন: বাইবেল কি সত্যিই ঈশ্বরের বাক্য?

প্রশ্ন: যীশু খ্রীষ্ট কে?

খ্রীষ্টীয় পরিত্রাণের উদ্দেশ্য: প্রভু যীশুর প্রতিমূর্তির মত হওয়া

মৃত্যুর পরে কি কোন জীবন আছে?